এদেরসন মোরায়েস

এদেরসন সান্তানা জে মোরায়েস (জন্ম: ১৭ আগস্ট ১৯৯৩), অধিক পরিচিত এদেরসন নামে, হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ব্রাজিল জাতীয় দলে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

এদেরসন
২০১৬ সালে এদেরসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এদেরসন সান্তানা জে মোরায়েস[1]
জন্ম (1993-08-17) ১৭ আগস্ট ১৯৯৩
জন্ম স্থান ওসাসকো, ব্রাজিল
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর ৩১
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৮–২০০৯ সাও পাওলো
২০০৯–২০১১ বেনফিকা
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১–২০১২ রিবেইরাও ২৯ (০)
২০১২–২০১৫ রিও আভে ৩৭ (০)
২০১৫ বেনফিকা বি (০)
২০১৫–২০১৭ বেনফিকা ৩৭ (০)
২০১৭– ম্যানচেস্টার সিটি ৩৪ (০)
জাতীয় দল
২০১৪ ব্রাজিল অনূর্ধ্ব-২৩ (০)
২০১৭– ব্রাজিল (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২২ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি ২০০৮ সালে সাও পাওলোর হয়ে তার ক্যারিয়ার শুরু করেন, পরবর্তীতে তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকায় যোগদান করেন, সেখানে এক বছর একজন যুব খেলোয়াড় হিসেবে খেলেন। ২০১২ সালে, তিনি রিবেইরাও থেকে রিও আভে-এ যোগদান করেন । অতঃপর ২০১৫ সালে, তিনি পুনরায় বেনফিকায় যোগদান করেন, যেখানে তিনি দলটির হয়ে অভিষেক করার পূর্বে বেশ কয়েকদিন দলটির সংরক্ষিত দলে খেলেছেন। সেখানে খেলার সময় তিনি ৪টি ট্রফি জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। ২০১৬–১৭ মৌসুম শেষ হওয়ার পর, তিনি প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে প্রায় ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন। তিনি এই স্থানান্তরের মাধ্যমে সর্বকালের সবচেয়ে দামি গোলরক্ষকে পরিণত হয়েছে।[2]

সম্মাননা

রিও আভে[3]

  • তাকা দে পর্তুগাল: রানার-আপ ২০১৩–১৪
  • তাকা দে লিগা: রানার-আপ ২০১৩–১৪

বেনফিকা[3]

  • প্রিমেইরা লিগা: ২০১৫–১৬, ২০১৬–১৭
  • তাকা দে পর্তুগাল: ২০১৬–১৭
  • তাকা দে লিগা: ২০১৫–১৬

ম্যানচেস্টার সিটি

  • ইএফএল কাপ: ২০১৭–১৮[4]

ব্রাজিল অনূর্ধ্ব-২৩[3]

  • তুলোন টুর্নামেন্ট: ২০১৪

ব্যক্তিগত

  • ও জোগো বছরের সেরা দল: ২০১৬[5]
  • এলপিইপি প্রিমেইরা লিগা বছরের সেরা গোলরক্ষক: ২০১৬–১৭[6]
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ব্রেকথ্রু একাদশ: ২০১৭[7]

তথ্যসূত্র

  1. "Squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭
  2. "Ederson Moraes:Manchester City sign goalkeeper from Benfica for £35 million" [Most expensive goalkeeper in history in sterling]BBC Sport। ৮ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭
  3. এদেরসন মোরায়েস প্রোফাইল সকারওয়েতে. Retrieved 3 February 2018.
  4. McNulty, Phil (২৫ ফেব্রুয়ারি ২০১৮)। "Arsenal 0–3 Manchester City"। BBC Sport। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৮
  5. "Iniciativa O JOGO: eis o melhor onze de 2016" [O JOGO initiative: the best eleven of 2016]O Jogo (Portuguese ভাষায়)। ১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮
  6. "Primeiro clássico da época joga-se em Alvalade" [First classic of the season will be played at Alvalade]Record (Portuguese ভাষায়)। ৭ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৭
  7. "Champions League breakthrough team of 2017"UEFA.com: The official website for European football। ২৪ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.