ফ্রাঙ্ক রিবেরি
ফ্রাঙ্ক বিলাল রিবেরি (Franck Bilal Ribéry) (এপ্রিল ১, ১৯৮৩) একজন ফরাসি ফুটবল খেলোয়াড়। তিনি বায়ার্ন মিউনিখ দলে আক্রমণাত্মক ভূমিকায় খেলে থাকেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে তিনি ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন।
![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রাঙ্ক বিলাল রিবেরি | ||
জন্ম | ১ এপ্রিল ১৯৮৩ | ||
জন্ম স্থান | Boulogne-sur-Mer, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণাত্নক মিডফিল্ডার/উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | বায়ার্ন মিউনিখ | ||
জার্সি নম্বর | ৭ | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল |
উপস্থিতি (গোল)† | |
২০০১-২০০২ ২০০২-২০০৩ ২০০৩-২০০৪ ২০০৪-২০০৫ ২০০৫ ২০০৫-২০০৭ ২০০৭- |
US Boulogne Olympique Alès Stade Brestois 29 FC Metz গ্যালাতাসারে এস.কে. অলিম্পিক ডি মার্সেই বায়ার্ন মিউনিখ |
২৪ ১৮ (১) ৩৫ (৩) ২০ (২) ১৪ (০) ৬০ (১১) ১০ (২) (৫) | |
জাতীয় দল‡ | |||
২০০৬- | ফ্রান্স | ২৩ (২) | |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ফ্রাঙ্ক রিবেরির দুই বছর বয়সে গুরুতর সড়ক দুর্ঘটনায় পতিত হন। এর পর থেকে তার মুখে অনেক ক্ষতচিহ্ন থেকে যায়।
ব্যক্তিগত জীবন
রিবেরির স্ত্রী ওয়াহিবা মরোক্কোর বংশোদ্ভুত। রিবেরি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তাদের একটি কন্যা সন্তান হিজিয়া (Hizya) রয়েছে।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.