মারুয়ান ফেলাইনি
মারুয়ান ফেলাইনি-বাক্কিউই (উচ্চারণ [mɑrwan fɛlajni]; জন্ম ২২ নভেম্বর ১৯৮৭), যিনি মারুয়ান ফেলাইনি নামে পরিচিত , একজন বেলজিয়াম ফুটবলার যিনি চাইনিজ ফুটবল ক্লাব শ্যানডং লুনেং তাইশান এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে খেলেন।
![]() ২০১৮ ফিফা বিশ্বকাপ-এ বেলজিয়াম-এর হয়ে খেলছেন ফেলাইনি। | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মারুয়ান ফেলাইনি-বাক্কিউই[1] | ||
জন্ম | [1] | ২২ নভেম্বর ১৯৮৭||
জন্ম স্থান | এটারবিক, ব্রাসেলস, বেলজিয়াম | ||
উচ্চতা | ১.৯৪ মি (৬ ফু ৪ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ৩১ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৪–১৯৯৭ | আরএসসি অ্যান্ডারল্যাক্ট | ||
১৯৯৭–২০০০ | আরইএসি মনস | ||
২০০০–২০০২ | আর ফ্রান্স বোরেইন্স | ||
২০০২–২০০৪ | স্পোর্টিং চারলারই | ||
২০০৪–২০০৬ | স্ট্যান্ডার্ড লীগ | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৬–২০০৮ | স্ট্যান্ডার্ড লীগ | ৬৪ | (৯) |
২০০৮–২০১৩ | এভারটন | ১৪১ | (২৫) |
২০১৩– ২০১৯ | ম্যানচেস্টার ইউনাইটেড | ১১৯ | (১২) |
২০১৯– | শ্যানডং লুনেং | ০ | (০) |
জাতীয় দল | |||
২০০৪–২০০৫ | বেলজিয়াম অ১৮ | ৩ | (০) |
২০০৬ | বেলজিয়াম অ১৯ | ৬ | (১) |
২০০৬–২০০৭ | বেলজিয়াম অ২১ | ৭ | (০) |
২০০৭– | বেলজিয়াম | ৪৭ | (৭) |
|
মরোক্কান পিতামাতার ঘরে জন্মানো ফেলাইনি বিভিন্ন ক্লাবের হয়ে যুবদলে খেলেন। বেলজিয়ান ক্লাব স্ট্যান্ডার্ড লীগের হয়ে প্রথম ডিভিশন ও ইবোনি শু শিরোপা জেতার পর, ইংলিশ ক্লাব এভারটন তাকে তাদের দলে নেয়। তিনি ২০০৮-০৯ মৌসুমে এভারটনের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন।
এভারটনে ৫ বছর কাটানোর পর, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড £২৭.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে এভারটন থেকে তাদের দলে নিয়ে আসে।[3]
ক্লাব ক্যারিয়ার
প্রাথমিক ক্যারিয়ার
এভারটন
ম্যানচেস্টার ইউনাইটেড
আন্তর্জাতিক ক্যারিয়ার
ক্যারিয়ার পরিসংখ্যান
ক্লাব
(২০১৩ সালের ৩০শে ডিসেম্বরে সংশোধিত)[4]
ক্লাব পারফর্মেন্স | লীগ | কাপ | লীগ কাপ | মহাদেশীয় | সর্বমোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ক্লাব | মৌসুম | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল |
স্ট্যান্ডার্ড লীগ [5] | ২০০৬-০৭ | ৩০ | ৩ | ৭ | ১ | – | ৩ | ০ | ৪০ | ৪ | |
২০০৭-০৮ | ৩১ | ৬ | ৫ | ১ | – | ৩ | ০ | ৩৯ | ৭ | ||
২০০৮-০৯ | ৩ | ০ | ০ | ০ | – | ২ | ০ | ৫ | ০ | ||
সর্বমোট | ৬৪ | ৯ | ১২ | ২ | – | ৮ | ০ | ৮৪ | ১১ | ||
এভারটন | ২০০৮-০৯ | ৩০ | ৮ | ৪ | ১ | ১ | ০ | – | ৩৫ | ৯ | |
২০০৯-১০ | ২৩ | ২ | ২ | ০ | ২ | ০ | ৭ | ১ | ৩৪ | ৩ | |
২০১০-১১ | ২০ | ১ | ৩ | ১ | ২ | ১ | – | ২৫ | ৩ | ||
২০১১-১২ | ৩৪ | ৩ | ৬ | ১ | ৩ | ১ | – | ৪৩ | ৫ | ||
২০১২-১৩ | ৩১ | ১১ | ৪ | ১ | ১ | ০ | – | ৩৬ | ১২ | ||
২০১৩-১৪ | ৩ | ০ | ০ | ০ | ১ | ১ | – | ৪ | ১ | ||
সর্বমোট | ১৪১ | ২৫ | ১৯ | ৪ | ১০ | ৩ | ৭ | ১ | ১৭৭ | ৩৩ | |
ম্যানচেস্টার ইউনাইটেড[6] | ২০১৩-১৪ | ৮ | ০ | ০ | ০ | ০ | ০ | ৩ | ০ | ১১ | ০ |
সর্বমোট | ৮ | ০ | ০ | ০ | ০ | ০ | ৩ | ০ | ১১ | ০ | |
ক্যারিয়ার সর্বমোট | ২১২ | ৩৪ | ৩১ | ৬ | ১০ | ৩ | ১৮ | ১ | ২৭১ | ৪৪ |
আন্তর্জাতিক
বেলজিয়াম জাতীয় দল[7] | ||
---|---|---|
বছর | উপস্থিতি | গোল |
২০০৭ | ৮ | ১ |
২০০৮ | ৬ | ১ |
২০০৯ | ৭ | ১ |
২০১০ | ৫ | ১ |
২০১১ | ৬ | ১ |
২০১২ | ৬ | ০ |
২০১৩ | ৯ | ২ |
সর্বমোট | ৪৭ | ৭ |
সম্মাননা
ক্লাব
- স্ট্যান্ডার্ড লীগ
- বেলজিয়াম প্রথম ডিভিশন (১): ২০০৭–০৮
- এভারটন
- এফএ কাপ রানার্স-আপ: ২০০৮-০৯
ব্যাক্তিগত
- বেলজিয়াম ইবোনি শু (১): ২০০৮
- এভারটন মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় (১): ২০০৮-০৯
- প্রিমিয়ার লীগ মাসের সেরা খেলোয়াড় (১): নভেম্বর ২০১২
তথ্যসূত্র
- "M. Fellaini"। Soccerway। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৩।
- "Marouane Fellaini"। premierleague.com। Premier League। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৩।
- "Manchester United complete £27.5m deal for Everton's Marouane Fellaini"। The Guardian। ৩ সেপ্টেম্বর ২০১৩।
- "Marouane Fellaini"। Soccerbase। Centurycomm। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩।
- "Marouane Fellaini"। guardian.touch-line.com। Guardian News and Media। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩।
- "Marouane Fellaini"। StretfordEnd.co.uk। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩।
- "Marouane Fellaini"। national-football-teams.com। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে মারুয়ান ফেলাইনি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Marouane Fellaini ক্যারিয়ার তথ্য
- মারুয়ান ফেলাইনি – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- মারুয়ান ফেলাইনি – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- Elitefootball Profile
- Belgium Stats at Belgian FA
- Marouane Fellaini profile at EvertonFC.com
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.