পাবলো রোসারিও

পাবলো পাউলিনো রোসারিও (জন্ম: ৭ জানুয়ারি ১৯৯৭) হলেন একজন ওলন্দাজ ফুটবলার, যিনি ওলন্দাজ ক্লাব পিএসভি আইন্দোভেন এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

পাবলো রোসারিও
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পাবলো পাউলিনো রোসারিও
জন্ম (1997-01-07) ৭ জানুয়ারি ১৯৯৭
জন্ম স্থান আমস্টারডাম, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব পিএসভি
জার্সি নম্বর ১৮
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৬–২০১০ ডিডাব্লিউএস
২০১০–২০১৪ আয়াক্স
২০১৪–২০১৫ আলমেরে সিটি
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৫–২০১৬ আলমেরে সিটি ৩৪ (৩)
২০১৬– জং পিএসভি ৪৩ (৭)
২০১৭– পিএসভি ২০ (০)
জাতীয় দল
২০১৩ নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ (০)
২০১৫– নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৯ জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৩ মার্চ ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

২০ মার্চ ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
ক্লাব লীগ কাপ মহাদেশীয় অন্যান্য মোট
মৌসুমক্লাবলীগ উপগোল উপগোল উপগোল উপগোল উপগোল
নেদারল্যান্ডস লীগ কেএনভিবি কাপ ইউরোপ অন্যান্য মোট
২০১৫–১৬আলমেরে সিটিএরেস্তে ডিভিসি১৭১৯
মোট নেদারল্যান্ডস ১৭১৯

এখানে উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং উয়েফা ইউরোপা লীগের ম্যাচ অন্তর্ভুক্ত।
এখানে ইয়োহান ক্রুইফ শিল্ডের ম্যাচ অন্তর্ভুক্ত।

তথ্যসূত্র

  1. "Pablo Rosario Statistics"। Soccerway। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৫

বহিঃসংযোগ

টেমপ্লেট:PSV Eindhoven squad

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.