পাকো আলকাসের
ফ্রান্সিসকো "পাকো" আলকাসের গার্সিয়া (জন্ম: ৩০ অগাস্ট ১৯৯৩) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডর হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন। তার ফুটবল খেলার হাতেখড়ি হয় স্পেনের মন্তে-সিওন, তোরেন্ত ও ভ্যালেন্সিয়ার একাডেমীতে। ২০০৯ সালে তিনি ভ্যালেন্সিয়া বি দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে তার ভ্যালেন্সিয়া মূল দলে অভিষেক হয়। ২০১২-১৩ মৌসুম তিনি ধারে গেতাফেতে খেলেন। ২০১৩-১৪ মৌসুম থেকে তিনি ভ্যালেন্সিয়া দলে নিয়মিত হন। ২০১৬ সালে বার্সেলোনা তাকে ৩ কোটি ইউরোর বিনিময়ে কিনে নেয়।
![]() স্পেন জাতীয় দলের হয়ে ২০১৫ সালে আলকাসের | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রান্সিসকো আলকাসের গার্সিয়া | ||
জন্ম | ৩০ আগস্ট ১৯৯৩ | ||
জন্ম স্থান | তোরেন্ত, স্পেন | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব |
বরুসিয়া ডর্টমুন্ড (বার্সেলোনা হতে ধারে) | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৩-২০০৩ | মন্তে-সিওন | ||
২০০৩-০৫ | তোরেন্ত | ||
২০০৫-০৯ | ভ্যালেন্সিয়া | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৯-১২ | ভ্যালেন্সিয়া বি | ৬৪ | (৪২) |
২০১০-১৬ | ভ্যালেন্সিয়া | ৯২ | (৩০) |
২০১২-১৩ | → গেতাফে (ধারে) | ২০ | (৩) |
২০১৬– | বার্সেলোনা | ৩৭ | (১০) |
২০১৮– | → বরুসিয়া ডর্টমুন্ড(ধারে) | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | স্পেন অনুর্ধ্ব-১৬ | ৩ | (০) |
২০০৯-১০ | স্পেন অনুর্ধ্ব-১৭ | ১১ | (১৪) |
২০১১ | স্পেন অনুর্ধ্ব-১৮ | ৩ | (৫) |
২০১১-১২ | স্পেন অনুর্ধ্ব-১৯ | ১৬ | (৭) |
২০১৩ | স্পেন অনুর্ধ্ব-২০ | ৭ | (৩) |
২০১৩ | স্পেন অনুর্ধ্ব-২১ | ১ | (০) |
২০১৪– | স্পেন | ১৩ | (৬) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
আলকাসের স্পেন অনুর্ধ্ব-১৬, অনুর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-১৮, অনুর্ধ্ব-১৯, অনুর্ধ্ব-২০ ও অনুর্ধ্ব-২১ দলে খেলেছেন। স্পেন অনুর্ধ্ব-১৯ দলের হয়ে তিনি দুইবার ২০১১ ও ২০১২ সালে ইউরোপীয় অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জয় করেন। পাশাপাশি অনুর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১০ ইউরোপীয় অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। ২০১৪ সালে মেসিডোনিয়ার বিপক্ষে তার স্পেন দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়।
পরিসংখ্যান
ক্লাব
- ৩০ অগাস্ট ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ভ্যালেন্সিয়া | ২০১০-১১ | ০ | ০ | ১ | ০ | ০ | ০ | – | ১ | ০ | |
২০১১-১২ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | – | ৩ | ০ | ||
২০১৩-১৪ | ২৩ | ৬ | ৩ | ১ | ১১ | ৭ | – | ৩৭ | ১৪ | ||
২০১৪-১৫ | ৩২ | ১১ | ৪ | ৩ | — | ৩৬ | ১৪ | ||||
২০১৫-১৬ | ৩৪ | ১৩ | ৩ | ২ | ৯ | ০ | – | ৪০ | ১৫ | ||
২০১৬-১৭ | ১ | ০ | ০ | ০ | ০ | ০ | – | ১ | ০ | ||
মোট | ৯৩ | ৩০ | ১১ | ৬ | ২০ | ৭ | – | ১২৪ | ৪৩ | ||
গেতাফে (ধারে) | ২০১২-১৩ | ২১ | ৩ | ৩ | ১ | – | ২৪ | ৪ | |||
বার্সেলোনা | ২০১৬-১৭ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
মোট | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
সর্বমোট | ১১৪ | ৩৩ | ১৪ | ৭ | ২০ | ৭ | 0 | 0 | ১৪৮ | ৪৭ |
অর্জন
- স্পেন অনুর্ধ্ব-১৯
- ইউরোপীয় অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ২০১১, ২০১২