পাকো আলকাসের

ফ্রান্সিসকো "পাকো" আলকাসের গার্সিয়া (জন্ম: ৩০ অগাস্ট ১৯৯৩) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডর হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন। তার ফুটবল খেলার হাতেখড়ি হয় স্পেনের মন্তে-সিওন, তোরেন্ত ও ভ্যালেন্সিয়ার একাডেমীতে। ২০০৯ সালে তিনি ভ্যালেন্সিয়া বি দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে তার ভ্যালেন্সিয়া মূল দলে অভিষেক হয়। ২০১২-১৩ মৌসুম তিনি ধারে গেতাফেতে খেলেন। ২০১৩-১৪ মৌসুম থেকে তিনি ভ্যালেন্সিয়া দলে নিয়মিত হন। ২০১৬ সালে বার্সেলোনা তাকে ৩ কোটি ইউরোর বিনিময়ে কিনে নেয়।

পাকো আলকাসের
স্পেন জাতীয় দলের হয়ে ২০১৫ সালে আলকাসের
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রান্সিসকো আলকাসের গার্সিয়া
জন্ম (1993-08-30) ৩০ আগস্ট ১৯৯৩
জন্ম স্থান তোরেন্ত, স্পেন
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড
(বার্সেলোনা হতে ধারে)
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৩-২০০৩ মন্তে-সিওন
২০০৩-০৫ তোরেন্ত
২০০৫-০৯ ভ্যালেন্সিয়া
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৯-১২ ভ্যালেন্সিয়া বি ৬৪ (৪২)
২০১০-১৬ ভ্যালেন্সিয়া ৯২ (৩০)
২০১২-১৩ → গেতাফে (ধারে) ২০ (৩)
২০১৬– বার্সেলোনা ৩৭ (১০)
২০১৮–বরুসিয়া ডর্টমুন্ড(ধারে) (০)
জাতীয় দল
২০০৯ স্পেন অনুর্ধ্ব-১৬ (০)
২০০৯-১০ স্পেন অনুর্ধ্ব-১৭ ১১ (১৪)
২০১১ স্পেন অনুর্ধ্ব-১৮ (৫)
২০১১-১২ স্পেন অনুর্ধ্ব-১৯ ১৬ (৭)
২০১৩ স্পেন অনুর্ধ্ব-২০ (৩)
২০১৩ স্পেন অনুর্ধ্ব-২১ (০)
২০১৪– স্পেন ১৩ (৬)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৫ মে ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

আলকাসের স্পেন অনুর্ধ্ব-১৬, অনুর্ধ্ব-১৭, অনুর্ধ্ব-১৮, অনুর্ধ্ব-১৯, অনুর্ধ্ব-২০ ও অনুর্ধ্ব-২১ দলে খেলেছেন। স্পেন অনুর্ধ্ব-১৯ দলের হয়ে তিনি দুইবার ২০১১ ও ২০১২ সালে ইউরোপীয় অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জয় করেন। পাশাপাশি অনুর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১০ ইউরোপীয় অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। ২০১৪ সালে মেসিডোনিয়ার বিপক্ষে তার স্পেন দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়।

পরিসংখ্যান

ক্লাব

৩০ অগাস্ট ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
ভ্যালেন্সিয়া ২০১০-১১
২০১১-১২
২০১৩-১৪ ২৩১১৩৭১৪
২০১৪-১৫ ৩২১১৩৬১৪
২০১৫-১৬ ৩৪১৩৪০১৫
২০১৬-১৭
মোট ৯৩৩০১১২০১২৪৪৩
গেতাফে (ধারে) ২০১২-১৩ ২১২৪
বার্সেলোনা ২০১৬-১৭
মোট
সর্বমোট ১১৪৩৩১৪২০00১৪৮৪৭

আন্তর্জাতিক

২৭ মার্চ ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।
স্পেন
বছরউপস্থিতিগোল
২০১৪
২০১৫
২০১৬
মোট১৩

অর্জন

স্পেন অনুর্ধ্ব-১৯
  • ইউরোপীয় অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ২০১১, ২০১২

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.