ইরভিং লোজানো

ইরভিং রদ্রিগো লোজানো বাহেনা (স্পেনীয়: Hirving Rodrigo Lozano Bahena; জন্ম: ৩০ জুলাই ১৯৯৫) হলেন একজন মেক্সিকান পেশাদার ফুটবলার। তিনি ওলন্দাজ ক্লাব পিএসভিমেক্সিকো জাতীয় দলে মধ্যমাঠে খেলে থাকেন। তার ডাকনাম চাকি।[2]

ইরভিং লোজানো
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে লোজানো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইরভিং রদ্রিগো লোজানো বাহেনা
জন্ম (1995-07-30) ৩০ জুলাই ১৯৯৫
জন্ম স্থান মেক্সিকো সিটি, মেক্সিকো
উচ্চতা 1.77 m[1]
মাঠে অবস্থান উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব পিএসভি
জার্সি নম্বর ১১
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৯–২০১৪ পাচুয়া
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৪–২০১৭ পাচুয়া ১২০ (৩১)
২০১৭– পিএসভি ২৯ (১৭)
জাতীয় দল
২০১৫ মেক্সিকো অনুর্ধ্ব ২০ (৫)
২০১৫ মেক্সিকো অনুর্ধ্ব ২২ (১)
২০১৬ মেক্সিকো অলিম্পিক (৩)
২০১৬– মেক্সিকো ২৯ (৮)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৬ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৭ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

১৭ জুন ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
মেক্সিকো জাতীয় দল
বছরম্যাচগোল
২০১৬১২
২০১৭১২
২৯১৮
মোট২৯

তথ্যসূত্র

  1. "Hirving Lozano Bahena"Tuzos.com.mx (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮
  2. রেজ, অরিন্দম (৪ জুলাই ২০১৬)। "Hirving Lozano to sign for Manchester United after Olympics - father-in-law" (ইংরেজি ভাষায়)। ESPN FC। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮
  3. National-Football-Teams.com-এ "Lozano, Hirving" (ইংরেজি ভাষায়)। জাতীয় ফুটবল দল। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.