গিয়ের্মো ওচোয়া

ফ্রান্সিস্কো গিয়ের্মো "মেমো"[2] ওচোয়া মাগানিয়া (জন্ম ১৩ জুলাই ১৯৮৫) একজন মেক্সিকান গোলরক্ষক যিনি মেক্সিকো জাতীয় দলের হয়ে খেলেন। তিনি বর্তমানে একজন ফ্রি এজেন্ট এবং সর্বশেষ খেলেছেন ফরাসি ক্লাব আজাক্সিওর হয়ে।

গিয়ের্মো ওচোয়া
২০১৩ সালে আজাক্সিওর হয়ে খেলছেন ওচোয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রান্সিস্কো গিয়ের্মো ওচোয়া মাগানিয়া
জন্ম (1985-07-13) ১৩ জুলাই ১৯৮৫
জন্ম স্থান গুয়াদালাহারা, মেক্সিকো
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান গোলরক্ষক
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৪–২০১১ আমেরিকা ২১১ (০)
২০১১–২০১৪ আজাক্সিও ১১২ (০)
জাতীয় দল
২০০৪–২০০৮ মেক্সিকো অনূর্ধ্ব ২৩ (০)
২০০৫– মেক্সিকো ৬৩ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৭ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৯ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

২০০৪ সালে আমেরিকায় ওচোয়ার অভিষেক হয় মন্তেরেই এর বিপক্ষে। তিনি তার প্রথম লীগ শিরোপা জিতেন ২০০৫ সালে এবং তিনি ২০১১ সাল পর্যন্ত ক্লাবের প্রধান গোলরক্ষক ছিলেন। এসময় তিনি আমেরিকার হয়ে ২০০ এরও অধিক খেলায় মাঠে নামেন। ২০১১ সালের গ্রীষ্মে তিনি ফরাসি ক্লাব আজাক্সিওতে যোগ দেন।[3] ২০১৪ সাল পর্যন্ত তিনি ক্লাবটিতে মোট তিন মৌসুম কাটান।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে খেলায় মেক্সিকো জাতীয় দলে ওচোয়ার অভিষেক হয়। ঐ খেলায় তারা ২-০ গোলে জয় লাভ করে। ওচোয়া ২০১৪ ফিফা বিশ্বকাপে মেক্সিকোর প্রধান গোলরক্ষক ছিলেন এবং তিনি দুইটি খেলায় ম্যাচসেরার খেতাবও অর্জন করেন। ২০০৯ কনকাকাফ গোল্ড কাপেও তিনি মেক্সিকোর প্রধান গোলরক্ষক ছিলেন এবং সেবার তারা চ্যাম্পিয়ন হন। এছাড়া তিনি ২০০৬২০১০ বিশ্বকাপ এবং ২০০৭ কনকাকাফ গোল্ড কাপে মেক্সিকো দলে ছিলেন। অবশ্য তিনি ২০১১ কনকাকাফ গোল্ড কাপেও মেক্সিকো দলে ছিলেন, কিন্তু মাদক পরীক্ষায় ধরা পড়ায় প্রতিযোগিতা থেকে বহিস্কার হন।[3]

ক্লাব কর্মজীবন

তথ্যসূত্র

  1. "Francisco Guillermo Ochoa Magaña player profile" (ফরাসি ভাষায়)। এসি আজাক্সিও। ১৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪
  2. "Memo Ochoa, Mexico's No1"। ফিফা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪
  3. Rivas, Cristian (১৩ জুলাই ২০১৩)। "Guillermo Ochoa, veintiocho veranos de vida y éxitos" (স্পেনীয় ভাষায়)। গোল। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.