জাস্টিন ক্লুইভার্ট

জাস্টিন ক্লুইভার্ট (জন্ম ৫ মে ১৯৯৯) হলেন একজন ডাচ্ পেশাদার ফুটবলার, যিনি ইটালীয় ফুটবল ক্লাব রোমা-এর হয়ে খেলেন। তিনি লেফ্ট উইঙ্গার হিসেবে খেলতে পছন্দ করেন।[1]

জাস্টিন ক্লুইভার্ট
২০১৮ সালে ক্লুইভার্ট রোমা দলের সাথে।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জাস্টিন ক্লুইভার্ট
জন্ম (1999-05-05) ৫ মে ১৯৯৯
জন্ম স্থান এমস্টারডেম, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান লেফ্ট উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব এজাক্স
জার্সি নম্বর ৪৫
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৫–২০০৬ এসভি ডাইম্যান
২০০৭– এজাক্স
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৬– জং এজাক্স (২)
২০১৬–২০১৮ এজাক্স ৪৪ (১২)
২০১৮– রোমা ১৯ (১)
জাতীয় দল
২০১৩–২০১৪ নেদারল্যান্ডস অনুর্ধ ১৫ (২)
২০১৪–২০১৫ নেদারল্যান্ডস অনুর্ধ ১৬ ১০ (৩)
২০১৪–২০১৬ নেদারল্যান্ডস অনুর্ধ ১৭ ১৬ (০)
২০১৬ নেদারল্যান্ডস অনুর্ধ ১৮ (০)
২০১৬–২০১৭ নেদারল্যান্ডস অনুর্ধ ১৯ (০)
২০১৭– নেদারল্যান্ডস অনুর্ধ ২১ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং 00:২০, ২৬শে জানুয়ারী ২০১৮ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৩শে অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব খেলোয়াড়ী জীবন

ক্লুইভার্ট, ডাচ্ ক্লাব এফসি এজাক্স (যা এজাক্স নামেই বেশি পরিচিত) এর করা কিশোরদের নিয়ে কর্মসূচি থেকে উঠে আসেন।[2] তিনি ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর মাসে, ডাচ্ প্রথম বিভাগীয় লিগ আরস্টি ডিভিসি-এ জং এজাক্স (এজাক্সের সংরক্ষিত খেলোয়াড়দের নিয়ে করা দল। যাকে এজাক্স II'ও বলা হয়) এর হয়ে আরেক ডাচ্ ক্লাব এমভিভি-এর বিপক্ষে অভিষিক্ত হন, সেই ম্যাচে তিনি ৬৭তম মিনিটে তার দলের লেফ্ট উইঙ্গার ভিন্স জিনো ডেকার-এর বদলে মাঠে নামেন, ম্যাচটি তারা ১-০ গোলের ব্যবধানে হেরে যায়। [3] ক্লুইভার্ট তার দলের হয়ে নেদারল্যান্ডের সর্বোচ্চ বিভাগীয় পেশাদার ফুটবল লিগ ইরেডিভিসি-তে পিইসি জিওলে-এর বিপক্ষে প্রথম অভিষিক্ত হন ২০১৭ সালের ১৫ই জানুয়ারীতে, সেই ম্যাচটিতে তিনি ৩৯তম মিনিটে জার্মান উইঙ্গার আমিন ইউনুস এর বদলে মাঠে নামেন, তবে ম্যাচটিতে তারা ১-৩ গোলে ব্যবধানে জয় লাভ করেন।[4] ইরেডিভিসি লিগে তিনি প্রথম গোলটি করেন ২০১৭ সালের ১৯শে মার্চ, আরেক ডাচ্ ক্লাব এসবিভি এক্সসেলসিওর-এর বিপক্ষে হওয়া দূরবর্তী ম্যাচে, তার বাবার সর্বশেষ খেলোয়াড়ী জীবনের গোলের ঠিক ১০ বছর ১ দিন পর। সেই ম্যাচটি ১-১ গোল ড্র হয়।[5]

২০১৬ সালের ২৬শে নভেম্বর, ক্লুইভার্ট হ্যাট-ট্রিক করার মাধ্যমে সেই সিজনে তার গোলের খাতা খোলেন, তার হ্যাট-ট্রিকের বদৌলতে ঘরের মাঠে তার দল ডাচ্ ক্লাব রোডা জেসি'র বিপক্ষে ৫-১ গোল ব্যবধানে জিতে নেয়, তবে তার বাবা ডাচ্ লিগে কোন হ্যাট-ট্রিক করেননি। [6]

ব্যক্তিগত জীবন

তিনি সাবেক ডাচ্ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় পেট্রিক ক্লুইভার্ট-এর সন্তান[7] এবং সাবেক সুরিনামিস (সুরিনাম এর অধিবাসী) ফুটবল খেলোয়াড় কেনেথ ক্লুইভার্ট-এর নাতি।[8]

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান

ক্লাব

২৫শে জানুয়ারী ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
ক্লাব সিজন লিহ কাপ লিগ কাপ ইউরোপ অন্যান্য সর্বমোট
বিভাগ উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
জং এজাক্স ২০১৬–১৭ আরস্টি ডিভিসি
এজাক্স ২০১৬–১৭ ইরেডিভিসি ১৪a২০
২০১৭–১৮ ১৫b২১
সর্বমোট ২৮১০৪১
খেলোয়াড়ী জীবনে সর্বমোট ৩৭১০৪৯১০

তথ্যসূত্র

  1. "Netherlands - J. Kluivert - Profile with news, career statistics and history - Soccerway"। soccerway.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৭
  2. "Justin Kluivert (16) tekent contract bij Ajax"nos.nl (Dutch ভাষায়)। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৬
  3. "MVV Maastricht vs. Jong Ajax - 16 September 2016 -Soccerway"। soccerway.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৭
  4. PEC Zwolle vs. Ajax - 15 January 2017 - Soccerway, soccerway.com. Retrieved 2017-01-16
  5. Kluivert jr maakt eerste goal tien jaar en één dag na vaders laatste - 19 March 2017 - AD.nl, AD.nl. Retrieved 2017-02-21
  6. "Justin Kluivert scores hat trick as Ajax thrash Roda JC"। ESPN FC। ২৬ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৭
  7. "Kluivert Jr. geniet van debuut: 'Echt een topgevoel'"VI (Dutch ভাষায়)। ১৬ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৬
  8. "Ajax's Justin Kluivert wants to be the best and not just famous for his dad"The Guardian.com

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.