গ্যারেথ বেল

গ্যারেথ ফ্রাঙ্ক বেল (জন্ম: ১৬ ই জুলাই ১৯৮৯) হলেন ওয়েল্‌স্‌ এর একজন ফুটবলার যিনি স্পেনের সর্বোচ্চ স্তরের পেশাদার ফুটবল লীগ প্রতিযোগিতা লা লিগা রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব এর হয়ে খেলেন এবং ওয়েলস খেলেন।

গ্যারেথ বেল
রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৮ সালে বেল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গ্যারেথ ফ্রাঙ্ক বেল[1]
জন্ম ১৬ ই জুলাই ১৯৮৯[1]
জন্ম স্থান কার্ডিফ, ওয়েল্‌স্‌
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[2]
মাঠে অবস্থান উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর ১১
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
কার্ডিফ সিভিল সার্ভিস
২০০৫-২০০৬ সাউথহ্যাম্পটন
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৬-২০০৭ সাউথহ্যাম্পটন ৪০ (৫)
২০০৭-২০১৩ টটেনহ্যাম হটস্পার ১৪৬ (৪২)
২০১৩– রিয়াল মাদ্রিদ ১৪৩ (৭৫)
জাতীয় দল
২০০৫-২০০৬ ওয়েল্‌স্‌ ইউ-১৭ (১)
২০০৬ ওয়েল্‌স্‌ ইউ-১৯ (১)
২০০৬-২০০৮ ওয়েল্‌স্‌ ইউ-২১ (২)
২০০৬- ওয়েল্‌স্‌ ৭২ (৩০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্র

  1. Hugman, Barry J., সম্পাদক (২০১০)। The PFA Footballers' Who's Who 2010–11। Mainstream Publishing। পৃষ্ঠা 31। আইএসবিএন 9781845966010।
  2. "Real Madrid C.F. – Official Web Site – Gareth Bale"। ১৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.