সাউথহ্যাম্পটন ফুটবল ক্লাব

সাউথহ্যাম্পটন ফুটবল ক্লাব /sθˈæmptən, -hæmptən/ (শুনুন) হল একটি ইংলিশ ফুটবল দল। এর ডাকনাম হল দ্যা সেইন্টস যা সাউথহ্যাম্পটন শহরের নাম থেকে এসেছে। এই দলটি প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করে। সাউথহ্যাম্পটনের বর্তমান হোম গ্রউন্ড সেন্ট মেরী'স স্টেডিয়াম । ২০০১ সালের পূর্ব পর্যন্ত হোম গ্রউন্ড ছিল দি ডেল । ক্লাব এর ডাকনাম "দি সেইন্টস" হওয়ার কারণ ১৮৮৫ সালে এটি একটি চার্চ ফুটবল দল হিসেবে প্রতিষ্ঠা পায়, যার নাম ছিল সেন্ট মেরি ইংল্যান্ড ইয়ং মেনস এসোসিয়েশন ( বা সেন্ট মেরি এর YMA ) । এবং এরা লাল ও সাদা জার্সি পরে খেলে। এরা ১৯৭৬ সালে এফ এ কাপ অর্জন করে। প্রিমিয়ার লীগে তাদের সর্বচ্চ অর্জন ১৯৮৩-৮৪ মৌসুমে ২য় হওয়া। ২৭ বছর গৌরবের সাথে খেলার পর ২০০৫ সালের ১৫ মে তারা প্রিমিয়ার লীগ থেকে অবনমিত হয় । ৭ বছর পর ২০১২-১৩ মৌসুমে তারা আবার প্রিমিয়ার লীগে প্রত্যাবর্তন করে। ২০১৪-১৫ মৌসুমে তারা প্রিমিয়ার লীগে ৭ম হয়।

সাউথহ্যাম্পটন
পূর্ণ নামসাউথহ্যাম্পটন ফুটবল ক্লাব
ডাকনামসেইন্টস
প্রতিষ্ঠিত২১/১১/১৮৮৫
মাঠসেন্ট মেরি স্টেডিয়াম
ধারণক্ষমতা৩২,৫৮৯[1]
মালিকক্যাথরিনা লিভের
চেয়ারম্যানরলফ ক্রুগার[2]
ম্যানেজারমাউরিসিও পচেতিন্ন
লীগপ্রিমিয়ার লীগ
২০১২-২০১৩প্রিমিয়ার লীগ, ১৪ তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

তথ্যসূত্র

  1. 2013-14.pdf "Premier League Handbook Season 2013/14" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) (PDF)Premier League। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩
  2. "Ralph Krueger named Southampton chairman"। BBC Sport। ১২ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.