আল্লিয়াঞ্জ স্টেডিয়াম

জুভেন্টাস স্টেডিয়াম ২০১৭ সাল থেকে ব্যবসায়িক ভাবে এলিয়ানয স্টেডিয়াম নামে পরিচিত। এটি ইতালির তুরিনে অবস্থিত। এটি ইতালি জাতীয় দলের, ক্লব সিরিয়ে এ এবং জুভেন্টাসের হোম মাঠ হিসেবে পরিচিত। জুবেন্টাস ৮ সেপ্টেম্বর ২০১১ সালে নটস কাট্রির বিপেক্ষে এই স্টেডিয়ামে প্রথম খেলে জুভেন্টাস এই মাঠে ইতালীয়লিগেরর প্রথম ১০০ খেলায় মাত্র ৩ টিতে পরাজিত হয়। এই স্টেডিয়ামে ২০১৪ সালের উইফা ইউরোফা লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়

জুভেন্টাস স্ট্যাডিয়াম
এল্লিয়াঞ্জ স্ট্যাডিয়াম
উয়েফা চ্যাম্পিয়নস লীগ স্টেডিয়াম:
প্রাক্তন নামজুভেন্টাস স্ট্যাডিয়াম
ঠিকানাCorso Gaetano Scirea, 50
অবস্থানতুরিন, ইতালি
স্থানাঙ্ক৪৫°৬′৩৪″ উত্তর ৭°৩৮′২৮″ পূর্ব
মালিকজুভেন্টাস ফুটবল ক্লাব
পরিচালকজুভেন্টাস ফুটবল ক্লাব
নির্বাহী স্যুট৮৪
ধারণক্ষমতা৪১,৫০৭ সিট
উপস্থিতির রেকর্ড৪১,৪৭০ vs রোমা (১৭ ডিসেম্বর ২০১৬ , সিরি এ)
মাঠের আয়তন১০৫ মি × ৬৮ মি (৩৪৪ ফু × ২২৩ ফু)
উপরিভাগঘাস
স্কোরবোর্ডএলসিডি
নির্মাণ
কপর্দকহীন ভূমি১ মার্চ ২০০৯
উন্মোচন৮ সেপ্টেম্বর ২০১১
নির্মাণ খরচ€১৫৫ মিলিয়ন
স্থপতিহারনান্দু সুয়ারেজ
গিনু জাভেনলা
গিয়ুজিয়ারু
কাঠামোগত প্রকৌশলীফ্রান্সসেস্কু
মাসসিমু মাজোইস্কি
ভাড়াটিয়া
জুভেন্টাস ফুটবল ক্লাব (২০১১–বর্তমান)
ইতালি জাতীয় ফুটবল দল

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.