আল্লিয়াঞ্জ স্টেডিয়াম
জুভেন্টাস স্টেডিয়াম ২০১৭ সাল থেকে ব্যবসায়িক ভাবে এলিয়ানয স্টেডিয়াম নামে পরিচিত। এটি ইতালির তুরিনে অবস্থিত। এটি ইতালি জাতীয় দলের, ক্লব সিরিয়ে এ এবং জুভেন্টাসের হোম মাঠ হিসেবে পরিচিত। জুবেন্টাস ৮ সেপ্টেম্বর ২০১১ সালে নটস কাট্রির বিপেক্ষে এই স্টেডিয়ামে প্রথম খেলে জুভেন্টাস এই মাঠে ইতালীয়লিগেরর প্রথম ১০০ খেলায় মাত্র ৩ টিতে পরাজিত হয়। এই স্টেডিয়ামে ২০১৪ সালের উইফা ইউরোফা লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়
এল্লিয়াঞ্জ স্ট্যাডিয়াম | |
![]() উয়েফা চ্যাম্পিয়নস লীগ স্টেডিয়াম: ![]() ![]() ![]() ![]() | |
প্রাক্তন নাম | জুভেন্টাস স্ট্যাডিয়াম |
---|---|
ঠিকানা | Corso Gaetano Scirea, 50 |
অবস্থান | তুরিন, ইতালি |
স্থানাঙ্ক | ৪৫°৬′৩৪″ উত্তর ৭°৩৮′২৮″ পূর্ব |
মালিক | জুভেন্টাস ফুটবল ক্লাব |
পরিচালক | জুভেন্টাস ফুটবল ক্লাব |
নির্বাহী স্যুট | ৮৪ |
ধারণক্ষমতা | ৪১,৫০৭ সিট |
উপস্থিতির রেকর্ড | ৪১,৪৭০ vs রোমা (১৭ ডিসেম্বর ২০১৬ , সিরি এ) |
মাঠের আয়তন | ১০৫ মি × ৬৮ মি (৩৪৪ ফু × ২২৩ ফু) |
উপরিভাগ | ঘাস |
স্কোরবোর্ড | এলসিডি |
নির্মাণ | |
কপর্দকহীন ভূমি | ১ মার্চ ২০০৯ |
উন্মোচন | ৮ সেপ্টেম্বর ২০১১ |
নির্মাণ খরচ | €১৫৫ মিলিয়ন |
স্থপতি | হারনান্দু সুয়ারেজ গিনু জাভেনলা গিয়ুজিয়ারু |
কাঠামোগত প্রকৌশলী | ফ্রান্সসেস্কু মাসসিমু মাজোইস্কি |
ভাড়াটিয়া | |
জুভেন্টাস ফুটবল ক্লাব (২০১১–বর্তমান) ইতালি জাতীয় ফুটবল দল |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.