মারিয়ানো দিয়াজ মেজিয়া

মারিয়ানো দিয়াজ মেজিয়া (স্পেনীয় উচ্চারণ: [maˈɾjano ˈði.az meˈxi.a]; জন্ম: ১ আগস্ট ১৯৯৩), শুধুমাত্র মারিয়ানো নামেই অধিক পরিচিত, হলেন একজন স্পেনীয় ফুটবলার, যিনি বর্তমানে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন।

মারিয়ানো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মারিয়ানো দিয়াজ মেজিয়া
জন্ম (1993-08-01) ১ আগস্ট ১৯৯৩
জন্ম স্থান প্রেমিয়া দে মার, স্পেন
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১  ইঞ্চি)[1]
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০২–২০০৬ এস্পানিওল
২০০৬–২০০৮ প্রেমিয়া
২০০৮–২০০৯ সানচেজ লিব্রে
২০০৯–২০১১ ক্লাব দে ফুটবল বাদালোনা
২০১১–২০১২ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১১ বাদালোনা (০)
২০১২–২০১৪ রিয়াল মাদ্রিদ সি ৪৬ (১৮)
২০১৪–২০১৬ রিয়াল মাদ্রিদ বি ৪৪ (৩২)
২০১৬–২০১৭ রিয়াল মাদ্রিদ (১)
২০১৭–২০১৮ লিঁও ৩৭ (১৮)
২০১৮– রিয়াল মাদ্রিদ (০)
জাতীয় দল
২০১৩ ডোমিনিকান প্রজাতন্ত্র (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৪ জানুয়ারি ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

২০১১ সালে, বাদালোনার হয়ে অভিষেকের পর পরই মারিয়ানো রিয়াল মাদ্রিদে যোগদান করেন, যেখানে তিনি রিয়াল মাদ্রিদের সি দলের হয়ে এবং পরে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ায় রিয়ালের বদলি খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি ২০১৫–১৬ সেহুন্দা দিভিসিওন বি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। পরবর্তীতে তিনি রিয়াল মাদ্রিদের প্রথম দলের হয়ে খেলেছেন এবং ২০১৬–১৭ মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের একজন সদস্য ছিলেন। অতঃপর তিনি লীগ ১ ক্লাব লিঁওতে যোগদান করেন, যেখানে এক মৌসুম খেলার পর তিনি পুনরায় রিয়াল মাদ্রিদে যোগদান করেন।

মারিয়ানো জন্মসূত্রে স্পেনীয়, কিন্তু তারা মা ছিলেন ডোমিনিকান প্রজাতন্ত্রের নাগরিক। তিনি ২০১৩ সালে, ডোমিনিকান প্রজাতন্ত্র ফুটবল দলের হয়ে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন, যেখানে তিনি একটি গোল করেন। অতঃপর স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আশায় তিনি ডোমিনিকান প্রজাতন্ত্র ফুটবল দল থেকে অবসর গ্রহণ করেন।[2]

অর্জনসমূহ

ক্লাব

রিয়াল মাদ্রিদ

তথ্যসূত্র

  1. http://www.olweb.fr/en/player/mariano-diaz-2413.html
  2. Andreu, Héctor (২৪ আগস্ট ২০১৬)। "Mariano puede jugar con España" [Mariano can play with Spain] (Spanish ভাষায়)। Fichajes.net। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.