নাচো ফের্নান্দেজ

হোসে ইগনাসিও ফের্নান্দেজ ইগলেসিয়াস (স্পেনীয় উচ্চারণ: [xoˈse iɣˈnaθjo ferˈnandeθ iɣˈlesjas]); জন্ম: ১৮ জানুয়ারি ১৯৯০), সাধারণত নাচো [ˈnatʃo] নামেই অধিক পরিচিত, হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

নাচো
২০১৭ সালে নাচো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হোসে ইগনাসিও ফের্নান্দেজ ইগলেসিয়াস[1]
জন্ম (1990-01-18) ১৮ জানুয়ারি ১৯৯০[1]
জন্ম স্থান মাদ্রিদ, স্পেন
উচ্চতা ১.৭৯ মিটার (৫ ফুট ১০  ইঞ্চি)[1]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৯–২০০১ এডি কমপ্লুতেন্সে
২০০১–২০০৯ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৯–২০১৩ রিয়াল মাদ্রিদ বি ১১৩ (৪)
২০১১– রিয়াল মাদ্রিদ ১১০ (৬)
জাতীয় দল
২০০৫ স্পেন অনূর্ধ্ব-১৬ (০)
২০০৬–২০০৭ স্পেন অনূর্ধ্ব-১৭ ১১ (০)
২০০৮–২০০৯ স্পেন অনূর্ধ্ব-১৯ (২)
২০১১–২০১৩ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০১৩– স্পেন ২১ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

১২ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[2][3]
ক্লাব মৌসুম লীগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
রিয়াল মাদ্রিদ ২০১০–১১
২০১১–১২
২০১২–১৩ ১৩
২০১৩–১৪ ১২১৯
২০১৪–১৫ ১৪২২
২০১৫–১৬ ১৬২২
২০১৬–১৭ ২৮৩৯
২০১৭–১৮ ২৭৪১
সর্বমোট ১০৮২২২৬১৫৯

স্পেনীয় সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ অন্তর্ভুক্ত।

আন্তর্জাতিক

২৩ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[4]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দলসালউপস্থিতিগোল
স্পেন
২০১৩
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
মোট১৫

তথ্যসূত্র

  1. "FIFA Club World Cup UAE 2017: List of players: Real Madrid CF" (PDF)। FIFA। ১৬ ডিসেম্বর ২০১৭। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭
  2. "Nacho"। Soccerway। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৪
  3. ইএসপিএন এফসি-এ Nacho
  4. "Nacho"। European Football। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.