দানি কারভাহাল
ড্যানিয়েল "দানি" কারভাহাল রামোস (স্পেনীয় উচ্চারণ: [ˈdanjel karβaˈxal ˈramos]; জন্ম: ১১ জানুয়ারি ১৯৯২) হলেন একজন স্প্যানিশ ফুটবলার, যিনি রাইট ব্যাক পজিশনের খেলোয়াড় হিসেবে স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন।
![]() ২০১৩ সালে স্পেনের হয়ে কারভাহাল | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ড্যানিয়েল কারভাহাল রামোস | ||
জন্ম | ১১ জানুয়ারি ১৯৯২ | ||
জন্ম স্থান | লেগানেস, স্পেন | ||
উচ্চতা | ১.৭৩ মি (৫ ফু ৮ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রাইট ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | রিয়াল মাদ্রিদ | ||
জার্সি নম্বর | ২ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৯-২০০২ | এডিসিআর লেম্যান'স | ||
২০০২-২০১০ | রিয়াল মাদ্রিদ | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১০-২০১২ | রিয়াল মাদ্রিদ বি | ৬৮ | (৩) |
২০১২-২০১৩ | বায়ার লেভারকুজেন | ৩২ | (১) |
২০১৩- | রিয়াল মাদ্রিদ | ১৪৩ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০১০-২০১১ | স্পেন অনূর্ধ্ব ১৯ | ১১ | (০) |
২০১২-২০১৪ | স্পেন অনূর্ধ্ব ২১ | ১০ | (১) |
২০১৪- | স্পেন | ২০ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
রিয়াল মাদ্রিদের যুবক পর্যায়ে উন্নীত হওয়ার পর, তিনি এক মৌসুম বায়ার ০৪ লেভারকুজেনে খেলেছেন। অতঃপর তিনি পুনরায় রিয়াল মাদ্রিদের মূল দলে যোগদান করেন এবং বেশ কয়েকটি ঘরোয়া এবং আন্তর্জাতিক সম্মাননা জয়লাভ করেন; যার মধ্যে উল্লেখযোগ্য হলো ৩টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ ট্রফি।
যুব আন্তর্জাতিক পর্যায়ে, কারভাহাল স্পেন অনূর্ধ্ব ১৯ দলের সদস্য হিসেবে ২০১১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং স্পেন অনূর্ধ্ব ২১ দলের সদস্য হিসেবে ২০১১ উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন। তিনি ২০১৪ সালে, স্পেনের হয়ে অভিষেক করেছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে দানি কারভাহাল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অফিসিয়াল রিয়াল মাদ্রিদ প্রোফাইল
- অফিসিয়াল বায়ার ০৪ লেভারকুজেন প্রোফাইল
- বিডিফুটবলে দানি কারভাহাল (ইংরেজি)
- National-Football-Teams.com-এ দানি কারভাহাল (ইংরেজি)