আলবারো অদ্রিওজোলা

আলবারো অদ্রিওজোলা আরসায়ুস (স্পেনীয় উচ্চারণ: [ˈalβaɾo oðɾjoˈθola]; জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৯৫) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি লা লিগা ক্লাব রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন ফুল ব্যাক হলেও মাঝে মাঝে তিনি উইঙ্গার হিসেবেও খেলে থাকেন।[1]

আলবারো অদ্রিওজোলা
২০১৭ সালে অদ্রিওজোলা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলবারো অদ্রিওজোলা আরসায়ুস
জন্ম (1995-12-14) ১৪ ডিসেম্বর ১৯৯৫
জন্ম স্থান সান সেবাস্তিয়ান, স্পেন
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান রাইট ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব রিয়াল সোসিয়েদাদ
জার্সি নম্বর ১৯
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
মারিয়ান্তাস
২০০৬–২০১৪ রিয়াল সোসিয়েদাদ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৩–২০১৭ রিয়াল সোসিয়েদাদ বি ৮৬ (৩)
২০১৭– রিয়াল সোসিয়েদাদ ৫০ (০)
২০১৮– রিয়াল মাদ্রিদ (০)
জাতীয় দল
২০১৭ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০১৭– স্পেন (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২২ সেপ্টেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৯ জুন ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

লা লিগায় তার অভিষেক মৌসুমে, অদ্রিওজোলা আলবার্ত সেলাদেস দ্বারা স্পেন অনূর্ধ্ব-২১ দলে ডাক পান। অনূর্ধ্ব-২১ দলের হয়ে তিনি ২০১৭ সালের উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে দলকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছেন।[2] অতঃপর ২০১৭ সালের ৬ই অক্টোবর তারিখে, ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে আলবেনিয়ার বিরুদ্ধে স্পেন জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। উক্ত ম্যাচে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলেন এবং থিয়াগো আলকান্তারাকে একটি গোল করতে সহায়তা করেন। উক্ত ম্যাচে জয়ের মাধ্যমে স্পেন দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের জন্য উত্তীর্ণ হয়।[3]

২০১৮ সালের মে মাসে, রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য তিনি স্পেনের ২৩ সদস্যের দলে মধ্যে স্থান পান।[4]

তথ্যসূত্র

  1. "Odriozola, un puñal reconvertido a lateral" [Odriozola, a dagger converted into a full back]Mundo Deportivo (স্পেনীয় ভাষায়)। ১৬ জানুয়ারি ২০১৭। ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭
  2. "Spain 3–0 Albania"। UEFA। ৬ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৭
  3. "Morata misses out on Spain's 23-man World Cup squad"Goal। ২১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.