আরনট গ্রোয়নেভেল্ড

আরনট গ্রোয়নেভেল্ড দানজুমা (জন্ম: ৩১ জানুয়ারি ১৯৯৭) হলেন একজন নাইজেরীয় ফুটবলার, যিনি বেলজীয় ক্লাব ক্লাব ব্রুজ এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[1] নাইজেরিয়ায় জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেন।

আরনট গ্রোয়নেভেল্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আরনট গ্রোয়নেভেল্ড দানজুমা
জন্ম (1997-01-31) ৩১ জানুয়ারি ১৯৯৭
জন্ম স্থান লেগোস, নাইজেরিয়া
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ক্লাব ব্রুজ
জার্সি নম্বর ১১
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
–২০০৮ এফসি উস
২০০৮–২০১৪ পিএসভি আইন্দোভেন
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৫–২০১৬ পিএসভি আইন্দোভেন (০)
২০১৫–২০১৬জং পিএসভি (০)
২০১৬–২০১৮ এনইসি ৩৬ (৯)
২০১৮– ক্লাব ব্রুজ ১০ (৫)
জাতীয় দল
২০১৮– নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ (২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৯ আগস্ট ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

গ্রোয়নেভেল্ড ১৯৯৭ সালে নাইজেরিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা হচ্ছে ওলন্দাজ বংশোদ্ভূত এবং মা হচ্ছে নাইজেরীয় বংশোদ্ভূত; তাই তিনি এই দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেন।[2][3][4] তিনি ২০১৮ সালে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি একজন যুব ফুটবলার হিসেবে খেলেন।[5]

আন্তর্জাতিক গোল

ক্রমিক নংতারিখস্থানপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
1.১৬ অক্টবর ২০১৮কিং বাউদউইন স্টেডিয়াম, ব্রাসেলস, বেলজিয়াম বেলজিয়াম–১১–১বন্ধুত্বপূর্ণ

তথ্যসূত্র

  1. "Netherlands - A. Groeneveld - Profile with news, career statistics and history - Soccerway"। soccerway.com। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৭
  2. "Selectie"www.nec-nijmegen.nl
  3. "Nigeria, Netherlands Set For Battle Over NEC Rising Star Arnaut Danjuma Groeneveld"। ৫ ফেব্রুয়ারি ২০১৭। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৮
  4. "Awoniyi Urges Nigeria To Beat Holland To Dutch-Nigerian Teammate Arnaut Groeneveld"। ২০ ফেব্রুয়ারি ২০১৭। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৮
  5. "OnsOranje"www.onsoranje.nl

বহিঃসংযোগ

টেমপ্লেট:ক্লাব ব্রুজ কেভি দল


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.