পটিয়া পৌরসভা
পটিয়া পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি পৌরসভা।
পটিয়া | |
---|---|
পৌরসভা | |
পটিয়া পৌরসভা | |
![]() ![]() পটিয়া | |
স্থানাঙ্ক: ২২°১৭′৩৮″ উত্তর ৯১°৫৮′২০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | পটিয়া উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ৯ এপ্রিল, ১৯৯০ |
সরকার | |
• পৌর মেয়র | অধ্যাপক হারুনুর রশীদ |
আয়তন | |
• মোট | ১০.৩৬ কিমি২ (৪.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৫,৩২৩ |
• জনঘনত্ব | ৫৩০০/কিমি২ (১৪০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৪.৪৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
পটিয়া পৌরসভার আয়তন ১০.৩৬ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই পৌরসভার মোট জনসংখ্যা ৫৫,৩২৩ জন। এই পৌরসভার জনসংখ্যা বৃদ্ধির হার ২.১২।[1]
অবস্থান ও সীমানা
পটিয়া উপজেলার মধ্যভাগে পটিয়া পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এ পৌরসভার পূর্বে হাইদগাঁও ইউনিয়ন; উত্তরে কেলিশহর ইউনিয়ন, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ও জঙ্গলখাইন ইউনিয়ন; পশ্চিমে জঙ্গলখাইন ইউনিয়ন এবং দক্ষিণে ভাটিখাইন ইউনিয়ন ও কচুয়াই ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
মোট নয়টি ওয়ার্ড নিয়ে ১৯৯০ সালের ৯ এপ্রিল পটিয়া পৌরসভা গঠিত হয়। এটি একটি ক শ্রেণীর পৌরসভা।[1] এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | আল্লাই ওষাড়া |
২নং ওয়ার্ড | সুচক্রদণ্ডী |
৩নং ওয়ার্ড | গুয়াদণ্ডী |
৪নং ওয়ার্ড | শেয়ানপাড়া |
৫নং ওয়ার্ড | হাজীর পাড়া |
৬নং ওয়ার্ড | পাইকপাড়া |
৭নং ওয়ার্ড | বাহুলী পিটিআই |
৮নং ওয়ার্ড | দক্ষিণ গোবিন্দারখীল |
৯নং ওয়ার্ড | উত্তর গোবিন্দারখীল |
পৌর পরিষদ
নাম | পদবী | এলাকা |
---|---|---|
হারুনুর রশিদ | মেয়র | পটিয়া পৌরসভা |
মোহাম্মদ আবদুল খালেক | কাউন্সিলর | ১নং ওয়ার্ড |
রূপক কুমার সেন | প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর | ২নং ওয়ার্ড |
মুহাম্মদ আবু ছৈয়দ | প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর | ৩নং ওয়ার্ড |
মোহাম্মদ গোফরান রানা | কাউন্সিলর | ৪নং ওয়ার্ড |
এম খোরশেদ গণি | কাউন্সিলর | ৫নং ওয়ার্ড |
মোহাম্মদ শফিউল আলম | কাউন্সিলর | ৬নং ওয়ার্ড |
মোহাম্মদ কামাল উদ্দিন | কাউন্সিলর | ৭নং ওয়ার্ড |
এম এ মন্নান | কাউন্সিলর | ৮নং ওয়ার্ড |
শেখ সাইফুল ইসলাম | কাউন্সিলর | ৯নং ওয়ার্ড |
বুলবুল আক্তার | কাউন্সিলর | সংরক্ষিত আসন-১ |
ইয়াছমিন আকতার | প্যানেল মেয়র-৩ ও কাউন্সিলর | সংরক্ষিত আসন-২ |
ফেরদৌস বেগম | কাউন্সিলর | সংরক্ষিত আসন-৩ |
শিক্ষা ব্যবস্থা
পটিয়া পৌরসভার সাক্ষরতার হার ৬৪.৪৮%।[2] এখানে ১টি সরকারি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ১টি আইন কলেজ, ১টি ডিগ্রী কলেজ, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি দাখিল মাদ্রাসা, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি প্রাথমিক বিদ্যালয়, ১টি পিটিআই পরীক্ষণ বিদ্যালয় ও ১৪টি কিন্ডারগার্টেন রয়েছে।[1]
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- পটিয়া সরকারি কলেজ
- পটিয়া আইন কলেজ
- খলিলুর রহমান মহিলা কলেজ
- পটিয়া সেন্ট্রাল কলেজ
- মাদ্রাসা
- শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা
- পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- শেয়ানপাড়া হাজী খালেক আমিরিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়
- খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়
- পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
- শাহ আমির উচ্চ বিদ্যালয়
- বাহুলী উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আল্লাই ওষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুয়াদণ্ডী রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পটিয়া পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
- পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহছেনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুচক্রদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
পটিয়া পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রেলপথেও যোগাযোগ করা যায়।
স্বাস্থ্য
পটিয়া পৌরসভায় ২টি সরকারি ও ৩টি বেসরকারি ক্লিনিক রয়েছে।[1]
ধর্মীয় উপাসনালয়
পটিয়া পৌরসভায় ৬৫টি মসজিদ, ১৫টি মন্দির, ১টি বিহার ও ১টি গীর্জা রয়েছে।[1]
কৃতী ব্যক্তিত্ব
- অন্নদাচরণ খাস্তগীর –– চিকিৎসক, সমাজসংস্কারক ও গবেষণামূলক প্রবন্ধকার।
- আবদুল করিম সাহিত্যবিশারদ –– সাহিত্যিক।
- আহমদ শরীফ –– ভাষাবিদ ও লেখক।
- উকিল রায়হান আলী –– আইনজীবী।
- দুদু মিয়া –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
- মোহাম্মদ ফজলুল করীম –– আইনবিদ।
- সৈয়দ আমিরুজ্জমান –– সুফি সাধক।
- ছৈয়দ নুরুল হক শাহ –– সুফি সাধক।
- সৈয়দ ফৌজুল আজিম –– সুফি সাধক।
- সৈয়দ ইলিয়াছ শাহ –– সুফি সাধক।
জনপ্রতিনিধি
- বর্তমান পৌর মেয়র: অধ্যাপক হারুনুর রশীদ[3]
আরও দেখুন
তথ্যসূত্র
- "এক নজরে পৌরসভা - পটিয়া উপজেলা - পটিয়া উপজেলা"। www.patiya.chittagong.gov.bd।
- "পটিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "অধ্যাপক হারুনুর রশীদ - পটিয়া উপজেলা - পটিয়া উপজেলা"। www.patiya.chittagong.gov.bd।