ইন্টারপোল

ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইংরেজি: International Criminal Police Organization – INTERPOL)[1] একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়। ইন্টারপোলের বর্তমান সদস্য ১৯৪টি দেশ এবং এই সদস্যরাই বাৎসরিক চাদার মাধ্যমে ৫৯ মিলিয়ন ডলারের বাৎসরিক খরচ নির্বাহ করে। এর সর্বশেষ সদস্য দেশ ভানুয়াতু। প্রধান দপ্তর লিয়োঁ, ফ্রান্স-এ। এটি জাতিসংঘ-এর পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ
সংস্থা – ইন্টারপোল
সাধারণ নামইন্টারপোল
সংক্ষেপণICPO
সংস্থা পরিদর্শন
গঠিত৭ সেপ্টেম্বর, ১৯২৩
আইনি ব্যক্তিত্ববেসরকারি: সরকারি সংস্থা
অধিকারভুক্ত অঞ্চলের কাঠামো
আন্তর্জাতিক সংস্থা
দেশগুলো১৯৪ সদস্য রাষ্ট্রপুঞ্জ
ইন্টারপোলের অধিকারভুক্ত অঞ্চলের মানচিত্র
পরিচালকবর্গইন্টারপোল সাধারণত বিধানসভা
উপকরণের গঠনICPO-ইন্টারপোল সংবিধান এবং সাধারণত নিয়মকানুন
সাধারণ প্রকৃতি
  • আইন কার্যকরীকরণ
  • বেসামরিক সংস্থা
অপারেশনাল কাঠামো
প্রধান কার্যালয় 200, quai Charles de Gaulle, লিয়োঁ, ফ্রান্স
সংস্থা কার্যকরী
সুবিধা
জাতীয় কেন্দ্রীয় দপ্তর১৯২
ওয়েবসাইট
www.interpol.int
পাদটীকা
ভাষা (৪): ইংরেজি, আরবি, ফরাসি, স্প্যানিশ
লিওঁতে ইন্টারপোলের সদরদপ্তর।

সদস্য রাষ্ট্রপুঞ্জ এবং সাব-সংস্থা

সাব-সংস্থা ইটালিকে দেখানো হলঃ

 আফগানিস্তান
 আলবেনিয়া
 আলজেরিয়া
 আমেরিকান সামোয়া
 অ্যান্ডোরা
 অ্যাঙ্গোলা
টেমপ্লেট:দেশের উপাত্ত অ্যাগুলা
 অ্যান্টিগুয়া ও বার্বুডা
 আর্জেন্টিনা
 আর্মেনিয়া
 আরুবা
 অস্ট্রেলিয়া
 অস্ট্রিয়া
 আজারবাইজান
 বাহামা দ্বীপপুঞ্জ
 বাহরাইন
 বাংলাদেশ
 বার্বাডোস
 বেলারুশ
 বেলজিয়াম
 বেলিজ
 বেনিন
 বারমুডা
 ভুটান
 বলিভিয়া
 বসনিয়া ও হার্জেগোভিনা
 বতসোয়ানা
 ব্রাজিল
 ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
 ব্রুনাই
 বুলগেরিয়া
 বুর্কিনা ফাসো
 বুরুন্ডি
 কম্বোডিয়া
 ক্যামেরুন
 কানাডা
 কেপ ভার্দ
 কেইম্যান দ্বীপপুঞ্জ
টেমপ্লেট:দেশের উপাত্ত মধ্য আফ্রিকা
 চাদ
 চিলি
 গণচীন(ROC)
 কলম্বিয়া
 কোমোরোস
 কঙ্গো প্রজাতন্ত্র
 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
 কোস্টা রিকা
 কোত দিভোয়ার
 ক্রোয়েশিয়া
 কিউবা

 সাইপ্রাস
 চেক প্রজাতন্ত্র
 ডেনমার্ক
 জিবুতি
 ডোমিনিকা
 ডোমিনিকান প্রজাতন্ত্র
 পূর্ব টিমোর
 ইকুয়েডর
 মিশর
 এল সালভাদোর
 বিষুবীয় গিনি
 ইরিত্রিয়া
 ইস্তোনিয়া
 ইথিওপিয়া
 ফিজি
 ফিনল্যান্ড
 ফ্রান্স
টেমপ্লেট:দেশের উপাত্ত গাবন
 গাম্বিয়া
 জর্জিয়া
 জার্মানি
 ঘানা
 জিব্রাল্টার
 গ্রিস
 গ্রানাডা
 গুয়াতেমালা
 গিনি
 গিনি-বিসাউ
 গায়ানা
 হাইতি
 হন্ডুরাস
 হং কং
 হাঙ্গেরি
 আইসল্যান্ড
 ভারত
 ইন্দোনেশিয়া
 ইরান
 ইরাক
 আয়ারল্যান্ড
 ইসরায়েল
 ইতালি
 জামাইকা
 জাপান
 জর্দান
 কাজাখস্তান
 কেনিয়া
 দক্ষিণ কোরিয়া
 কুয়েত
 কিরগিজিস্তান
 লাওস

 লাতভিয়া
 লেবানন
 লেসোথো
 লাইবেরিয়া
 লিবিয়া
 লিশ্‌টেনশ্‌টাইন
 লিথুয়ানিয়া
 লুক্সেমবুর্গ
 মাকাউ
 ম্যাসেডোনিয়া
 মাদাগাস্কার
 মালাউই
 মালয়েশিয়া
 মালদ্বীপ
 মালি
 মাল্টা
 মার্শাল দ্বীপপুঞ্জ
 মৌরিতানিয়া
 মরিশাস
 মেক্সিকো
 মলদোভা
 মোনাকো
 মঙ্গোলিয়া
 মন্টিনিগ্রো
টেমপ্লেট:দেশের উপাত্ত মোন্টসেরাট
 মরোক্কো
 মোজাম্বিক
 মায়ানমার
 নামিবিয়া
 নাউরু
   নেপাল
 নেদারল্যান্ড্‌স
 নেদারল্যান্ড্‌স
 নিউজিল্যান্ড
 নিকারাগুয়া
 নাইজার
 নাইজেরিয়া
 নরওয়ে
 ওমান
 পাকিস্তান
 পানামা
 পাপুয়া নিউগিনি
 প্যারাগুয়ে
 পেরু
 ফিলিপাইন
 পোল্যান্ড
 পর্তুগাল
 পুয়ের্তো রিকো
 কাতার
 রোমানিয়া

 রাশিয়া
 রুয়ান্ডা
 সেন্ট কিট্‌স ও নেভিস
 সেন্ট লুসিয়া
 সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
 সামোয়া
 সাঁউ তুমি ও প্রিন্সিপি
 সৌদি আরব
 সান মারিনো
 সেনেগাল
 সার্বিয়া
 সেশেল
 সিয়েরা লিওন
 সিঙ্গাপুর
 স্লোভাকিয়া
 স্লোভেনিয়া
 সোমালিয়া
 দক্ষিণ আফ্রিকা
 স্পেন
 শ্রীলঙ্কা
 সুদান
 সুরিনাম
 সোয়াজিল্যান্ড
 সুইডেন
 সুইজারল্যান্ড
 সিরিয়া
 তাজিকিস্তান
 তানজানিয়া
 থাইল্যান্ড
 টোগো
 টোঙ্গা
 ত্রিনিদাদ ও টোবাগো
 তিউনিসিয়া
 তুরস্ক
 টার্কস্‌ ও কেইকোস দ্বীপপুঞ্জ
 তুর্কমেনিস্তান
 উগান্ডা
 ইউক্রেন
 সংযুক্ত আরব আমিরাত
 যুক্তরাজ্য
 মার্কিন যুক্তরাষ্ট্র
 উরুগুয়ে
 উজবেকিস্তান
 ভ্যাটিকান সিটি
 ভেনেজুয়েলা
 ভিয়েতনাম
 ইয়েমেন
 জাম্বিয়া
 জিম্বাবুয়ে

সদস্যহীন দেশগুলো

যে সব দেশগুলো ইন্টারপোলের সদস্য নয় তা নিন্মে দেখানো হলঃ

 পালাউ
 সলোমন দ্বীপপুঞ্জ
 কিরিবাস
 মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য
 টুভালু
 উত্তর কোরিয়া
 প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান)
 গ্রিনল্যান্ড

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.