লিওঁ

লিওঁ (ফরাসি উচ্চারণ: [ljɔ̃] (শুনুন); স্থানীয় অন্য উচ্চারণ: লিইওঁ) হলো ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর। এটি ফ্রান্সের পূর্বকেন্দ্রীয় অঞ্চলে রোনেসাওনে নদীর সংগমস্থলে অবস্থিত।প্যারিস শহর থেকে এটি ৪৭০ কিমি (২৯২ মাইল) দূরে দক্ষিণে, মার্সেই শহর থেকে ৩২০ কিঃমিঃ (১৯৯মাইল) দূরে উত্তরে এবং সেন্ত এতিয়েন থেকে ৫৫ কিঃমিঃ (৩৪মাইল) দূরে পূর্বে অবস্থিত। লিওঁ শহরের বাসিন্দাদের লিওনাইস বলা হয়।

লিওঁ
Prefecture and commune
উপরেঃ টেরক্সে অবস্থিত নটর-ড্যাম দ্য ফোরভিয়েরের ব্রাসিলিকা, ফণ্টেইনে বার্থোল্ডি এবং রাতের বেলা লিওঁ সিটি হল

মধ্যস্থানেঃ বিপুল জনসমাবেশের অঞ্চল পার্ক দ্য লা তেতে দ্য'ওর. এবং ভিয়ুক্স লিওঁ

নিচেঃ পার্ত দিও অঞ্চলেরপণ্ট লাফায়েত্তে এবং প্লেস বেলেকুর (আলোর উৎসব উদযাপনের সময়)

পতাকা

প্রতীক
নীতিবাক্য: Avant, avant, Lion le melhor.
(বাংলা:এগিয়ে চলো,এগিয়ে চলো, লিওঁই সেরা)[1]
লিওঁ
লিওঁ
স্থানাঙ্ক: ৪৫°৪৬′ উত্তর ৪°৫০′ পূর্ব
দেশ ফ্রান্স
অঞ্চলওভের্ন-রোন্‌-আল্প
মহানগরীলিওনের মহানগর
নগরের পৌরসভালিওঁ
মহকুমা9 Municipal arrondissements of France
  মেয়র (২০১৭-২০২০) (জর্জেস কেপেনেকিয়ান(পিএস))
আয়তন৪৭.৮৭ কিমি (১৮.৪৮ বর্গমাইল)
  মহানগর (২০১০)৬০১৮.৬২ কিমি (২৩২৩.৮০ বর্গমাইল)
জনসংখ্যা (জানুয়ারী ২০১৪[2])৫,০৬,৬১৫
  ক্রমফ্রান্সে তৃতীয় অবস্থান
  জনঘনত্ব১১০০০/কিমি (২৭০০০/বর্গমাইল)
  মহানগর (২০১৪)২২,৬৫,৩৭৫[3]
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+০১:০০)
  গ্রীষ্মকালীন (দিসস)সিইএসটি (ইউটিসি+০২:০০)
আইএনএসইই/ডাক কোড69123 /69001-69009
উচ্চতা১৬২–৩৪৯ মি (৫৩১–১,১৪৫ ফু)
ওয়েবসাইটlyon.fr
ফ্রান্সের ভূমি রেজিস্টার তথ্য, যার ভেতর হ্রদ, পুকুর, হিমবাহ > ১ বর্গকি.মি.(০.৩৮৬ বর্গ মাইল বা ২৪৭ একর) এবং নদীর মোহনা অন্তর্ভূক্ত নয়।

বুৎপত্তি

ইতিহাস

প্রাক-আধুনিক যুগ

প্রশাসনিক কার্যক্রম

পরিবেশ ও প্রকৃতি

শিক্ষাব্যাবস্থা

জলবায়ু

সংস্কৃতি

যোগাযোগব্যাবস্থা

অর্থনৈতিক গুরুত্ব

অন্যান্য

তথ্যসূত্র

  1. A war cry from 1269, in modern Franco-Provençal this is spelt: Avant, Avant, Liyon lo mèlyor.
  2. "Séries historiques des résultats du recensement – Commune de Lyon (69123)"। INSEE।
  3. "Dossier complet - Aire urbaine de Lyon"। INSEE। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.