ফরাসি গায়ানা

ফরাসি গায়ানা বা গুইয়ান (ফরাসি: Guyane française গ্যুইয়ান্‌ ফ্রঁসেজ্‌) দক্ষিণ আমেরিকার উত্তর আটলান্টিককে অবস্থিত ফ্রান্সের একটি সামুদ্রিক অঞ্চল। দুইটি দেশের সীমানা ঘেষে অবস্থিত: দক্ষিণ ও পূর্ব দিকে ব্রাজিল এবং পশ্চিম দিকে সুরিনাম। ৮৩,৫৩৪ বর্গ কিলোমিটারের এই দেশটিতে জনসংখ্যার ঘনত্ব খুবই কম যা প্রতি বর্গকিলোমিটারে ৩ জন। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মোট জনসংখ্যা ২৩৬,২৫০ জন যার অর্ধেকের বসতি রাজধানী কায়েন্নতে

ফরাসি গায়ানা
জনসংখ্যা ২,১৭,০০০
সময় অঞ্চলGFT (ইউটিসি-03)

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.