কোতোয়ালী থানা, চট্টগ্রাম

কোতোয়ালী বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন।

কোতোয়ালী
মেট্রোপলিটন থানা
চট্টগ্রাম কোতোয়ালী মডেল থানা
কোতোয়ালী
বাংলাদেশে কোতোয়ালী থানা, চট্টগ্রামের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২০′১৫″ উত্তর ৯১°৫০′৯″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
শহরচট্টগ্রাম সিটি কর্পোরেশন
প্রতিষ্ঠাকাল১৯২২
আয়তন
  মোট৭.৬৮ কিমি (২.৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩,০৫,২২৪
  জনঘনত্ব৪০০০০/কিমি (১০০০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪০০০
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৫ ৪১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

কোতোয়ালী থানার মোট আয়তন ৭.৬৮ বর্গ কিলোমিটার।[1]

প্রতিষ্ঠাকাল

১৯২২ সালে কোতোয়ালী থানা গঠিত হয়। তবে ১৯৭৮ সালের ৩০ নভেম্বর হাটহাজারী উপজেলার ১টি ওয়ার্ড এবং আরো ৬টি থানার সমন্বয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গঠিত হয়, তন্মধ্যে কোতোয়ালী থানা অন্যতম।[2]

জনসংখ্যা

২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী কোতোয়ালী থানার আওতাধীন এলাকার লোকসংখ্যা ৩,০৫,২২৪ জন। এর মধ্যে পুরুষ ১,৭৭,৫৪০ জন এবং মহিলা ১,২৭,৬৮৪ জন।[2]

অবস্থান ও সীমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যভাগে কোতোয়ালী থানার অবস্থান। এর উত্তরে চকবাজার থানা, পূর্বে বাকলিয়া থানা, দক্ষিণে সদরঘাট থানা এবং পশ্চিমে ডবলমুরিং থানাখুলশী থানা অবস্থিত।

প্রশাসনিক এলাকা

কোতোয়ালী থানার আওতাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:

[2]

সংসদীয় আসন

সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[3] সংসদ সদস্য[4][5][6][7][8] রাজনৈতিক দল
২৮৬ চট্টগ্রাম-৯ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং বাগমনিরাম, ১৬নং চকবাজার, ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং পূর্ব বাকলিয়া, ১৯নং দক্ষিণ বাকলিয়া, ২০নং দেওয়ান বাজার, ২১নং জামালখান, ২২নং এনায়েত বাজার, ২৩নং উত্তর পাঠানটুলি, ৩১নং আলকরণ, ৩২নং আন্দরকিল্লা, ৩৩নং ফিরিঙ্গি বাজার, ৩৪নং পাথরঘাটা৩৫নং বকশীর হাট ওয়ার্ড মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশ আওয়ামী লীগ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বাংলাদেশ-চট্টগ্রাম"সিটি পপুলেশন
  2. "কোতোয়ালী থানা (চট্টগ্রাম মেট্রোপলিটন) - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  3. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  4. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  5. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  8. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.