বায়েজিদ বোস্তামী থানা

বায়েজিদ বোস্তামী বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি মেট্রোপলিটন থানা। এট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন। বিখ্যাত পার্সিয়ান সূফী সাধক হযরত বায়েজিদ বোস্তামীর নামানুসারে এই থানার নামকরণ করা হয়েছে এবং এই সাধকের মাজার এই থানাতেই অবস্থিত।

বায়েজিদ বোস্তামী
মেট্রোপলিটন থানা
বায়েজিদ বোস্তামী
বাংলাদেশে বায়েজিদ বোস্তামী থানার অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৩′৩″ উত্তর ৯১°৪৯′১১″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
শহরচট্টগ্রাম সিটি কর্পোরেশন
প্রতিষ্ঠাকাল২৭ মে, ২০০০
আয়তন
  মোট১২.৯১ কিমি (৪.৯৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
  মোট১,২৩,৪৫৮
  জনঘনত্ব৯৬০০/কিমি (২৫০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪২১০
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৫ ০৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

বায়েজিদ বোস্তামী থানার মোট আয়তন ১২.৯১ বর্গ কিলোমিটার।[1]

প্রতিষ্ঠাকাল

২০০০ সালের ২৭ মে পাহাড়তলী থানা, পাঁচলাইশ থানাহাটহাজারী উপজেলার কিছুর অংশ নিয়ে বায়েজিদ বোস্তামী থানা গঠন করা হয়।[1]

জনসংখ্যা

২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন এলাকার লোকসংখ্যা ১,২৩,৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ৬৬,৯৯২ জন এবং মহিলা ৫৬,৪৬৬ জন।[1]

ইতিহাস

১৯৩০ সালের ২২ এপ্রিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় জালালাবাদ পাহাড়ে ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১১ জন বিপ্লবী যুব সৈনিক শহীদ হন।[1]

অবস্থান ও সীমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তরাংশে বায়েজিদ বোস্তামী থানার অবস্থান। এর পশ্চিমে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নচট্টগ্রাম সিটি কর্পোরেশনের খুলশী থানা, দক্ষিণে খুলশী থানাপাঁচলাইশ থানা, পূর্বে চান্দগাঁও থানাহাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন এবং উত্তরে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নচট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড অবস্থিত।

প্রশাসনিক এলাকা

বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকাসমূহ হল:

[1]

সংসদীয় আসন

সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[2] সংসদ সদস্য[3][4][5][6][7] রাজনৈতিক দল
২৮২ চট্টগ্রাম-৫ হাটহাজারী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী২নং জালালাবাদ ওয়ার্ড ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টি (এরশাদ)
২৮৫ চট্টগ্রাম-৮ বোয়ালখালী উপজেলা (শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ব্যতীত) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩নং পাঁচলাইশ, ৪নং চান্দগাঁও, ৫নং মোহরা, ৬নং পূর্ব ষোলশহর৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড মইন উদ্দীন খান বাদল বাংলাদেশ আওয়ামী লীগ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বায়েজিদ বোস্তামী থানা, মোঃ আব্দুল বাতেন, বাংলাপিডিয়া, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
  2. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  3. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  4. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  5. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.