মনাকষা ইউনিয়ন

মনাকষা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। শিবগঞ্জ পৌরসভা থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমে মনাকষা ইউনিয়ন পরিষদ অবস্থিত।

মনাকষা
ইউনিয়ন
দেশ বাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলাশিবগঞ্জ উপজেলা
জনসংখ্যা (২০১১)
  মোট২১,০৪৬
সাক্ষরতার হার
  মোট৬০ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

মনাকষা ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ উপজেলা এর ৭ কিলোমিটার উত্তরে অবস্থিত । এ ইউনিয়নের উত্তরে বিনোদপুর, দক্ষিণে দূর্লভপুর ইউনিয়ন, পূর্বে শ্যামপুর ইউনিয়ন , পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ ।

যোগাযোগ ব্যবস্থা

সড়ক পথ- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হইতে সম্পূর্ন পাকা সড়ক পথে ১৯ কিঃমিঃ চলার পর শিবগঞ্জ উপজেলা পরিষদ তারপর আবার সড়ক পথে ৭ কিঃমিঃ চলার পর অত্র মনাকষা ইউনিয়নে আসা যায়। নদী পথ- মহানন্দা ও পাগলা নদী পথে অত্র ইউনিয়নে আসা যায়।

প্রশাসনিক এলাকা

ইতিহাস

ইউনিয়ন পরিষদের জন্ম হয়েছিল ব্রিটিশ আমলে চৌকিদারি পঞ্চায়েত নামে। পরবর্তীতে তৎকালিন ব্রিটিশ শাসক লর্ড রিপন স্থানীয় স্বায়ত্বশাসন আইন চালুর মাধ্যমে এর নামকরণ করেন ইউনিয়ন কমিটি । ১৯১৯ সালে এর নাম পরিবর্তন করে ইউনিয়ন বোর্ড করা হয়। পাকিস্থান আমলে এর নাম হয় ইউনিয়ন কাউন্সিল। পরবর্তীতে এর নামকরণ করা হয় ইউনিয়ন পরিষদ। মনাকষা ইউনিয়ন পরিষদ ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মনাকষা ইউনিয়নের বয়স ৮০ বছর প্রায়। কালের পরিক্রমায় এই ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।

জনসংখ্যা[1]

গ্রামের নামলোক সংখ্যাগ্রামের নামলোক সংখ্যা
ভবানীপুর৮১৮হাউসনগর, রাজনগর আরাজী৬১১
শিংনগর২৫৮বনকুল, আরাজী চৌকা বনকুল৬৬১
চৌকা (বাগলু চৌকা)২০১৭নাইমুদ্দিন বিশ্বাসটোলা১১৮
চৌকা মনাকষা৩০৭রাজনগর হাঙ্গামী, কয়ালপাড়া, নদীপাড়া৩৬৮৮
পারচৌকা, কুলাপাহাড়ী, কুরকীগাও, রাঘববাটি৯৩৭চর শিংনগর১৪২
খড়িয়াল, পোড়া্ডিহি৫৩৭রানীনগর, সাতভাইয়া৮০৬
টোকনা২৪৩চাঁদপুর, নতুন ছাত্রাপুর তারাপুর১৮৯৫
নামোটোলা২৬৬পোড়া্পাড়া,মিস্ত্রীপাড়া, গফুরপাড়া (তারাপুর)৭৫৩
সাতরশিয়া৩২৪০নতুন জামালপুর, ঠুঠাপাড়া, তারাপুর১৩২৪
মনাকষা৪৪৩ডা: আইয়বটোলা, কায়েতপাড়া,মুন্সিপাড়া, সাহাপাড়া৫৬৬
শ্যমাপুর, সাহাপাড়া, বিল্লাতমন্ডলপাড়া১৪১৬

শিক্ষা

২০০১ সালের শিক্ষা জরীপ অনুযায়ী এখানকার শিক্ষার হার ৬০%। এখানে রয়েছেঃ

  • প্রাথমিক বিদ্যালয় - ২৫টি,
  • কলেজ - ৫টি,
  • মাধ্যমিক বিদ্যালয় - ৩টি
  • মাদ্রাসা - ৩টি।
  • অন্যান্য - ২টি
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ

কৃতী ব্যক্তিত্ব

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "গ্রামভিত্তিক লোকসংখ্যা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ 02 ডিসেম্বর 2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.