ওবে জেলা
ওবে জেলা আফগানিস্তানের হেরাত প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। ভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটির উত্তর সীমান্তে বাদঘিজ প্রদেশ, পূর্বে চিশতি শরীফ জেলা, দক্ষিণে ফারসি জেলা, দক্ষিণে আদরাস্কান জেলা এবং পশ্চিমে পশতুন জার্গুন জেলা ও কারুখ জেলা এর সাথে সীমান্ত বরাবর অবস্থান করছে।
ওবে اوبه | |
---|---|
জেলা | |
![]() ![]() ওবে | |
স্থানাঙ্ক: ৩৪°২২′২৪″ উত্তর ৬৩°১১′৪৩″ পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | হেরাত প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[1] | |
• মোট | ৭৩,৬০০ |
২০১২ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটিতে জনসংখ্যা ছিল প্রায় ৭৬,৬০০ জন।[1] জেলাটির কেন্দ্রীয় শহর এর নাম হচ্ছে ওবে বা (ওব্বি) শহর। হরি নদী জেলাটির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে।
কৃষিক্ষেত্র
নিম্নবর্ণিত সারণিটিতে জেলার সনাতন পদ্ধতিতে চাষাবাদ ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে মোট জমির পরিমাণ প্রদর্শন করে।[2]
মোট | বাষ্পীকৃত | বৃষ্টিনির্ভর | বন (হেক্টর) |
---|---|---|---|
৭৯,৮৭৯ | ৭৭,৭৯৯ | ১৫১,৯৮১ | ৮১,৫৫০ |
তথ্যসূত্র
- "Settled Population of Herat Province" (PDF)। Central Statistics Organization। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৬।
- "Herat Provincial Profile" (PDF)। Ministry of Rural Rehabilitation and Development। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.