আর্ঘিস্তান জেলা

আর্ঘিস্তান জেলা (পশতু: ارغستان ولسوالۍ, ফার্সি: ولسوالی ارغستان) আফগানিস্তানের কান্দাহার প্রদেশের উত্তরপূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলা।ভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটি দক্ষিণ ও পশ্চিমে স্পিন বল্দাক জেলা, পশ্চিমে দামান জেলা, উত্তরে জাবুল প্রদেশ, পূর্বে মারুফ জেলা এবং পূর্ব ও দক্ষিণে পাকিস্তান অবস্থান করছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩০,৫০০ জন। জেলাটির কেন্দ্রীয় শহর হচ্ছে আর্ঘিস্তান গ্রাম, যেটি আর্ঘিস্তান নদীর উপত্যকায় জেলাটির কেন্দ্রীয় অংশে অবস্থান করছে।

আর্ঘিস্তান জেলা
ارغستان
জেলা
Districts of Kandahar
দেশ আফগানিস্তান
প্রদেশকান্দাহার প্রদেশ
Centerআর্ঘিস্তান শহর
জনসংখ্যা (2006)
  মোট৩০,৫০০
সময় অঞ্চল+ ৪.৩০

আমেরিকান রক্ষিবাহিনী আফগানিস্তানের প্রাদেশিক পুনর্গঠন দলকে নিয়ন্ত্রন করে থাকেন।[1]

তথ্যসূত্র

  1. "United States Institute of Peace - Association for Diplomatic Studies and Training - Afghanistan Experience Project" (PDF)United States Institute of Peace। ২০০৭-১০-১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১২

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.