চঘচারন জেলা

চঘচারন জেলা (দারি: ولسوالی چغچران) আফগানিস্তানের ঘোর প্রদেশের সবচেয়ে জনবহুল জেলাগুলির মধ্যে একটি। ২০০৫ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল ১১৫,০০০ জন প্রায়। এটি একটি পাহাড়ী জেলা। শীতের তীব্রতা বেশী এবং তুষারপাতের কারণে সহজে রাস্তায় প্রবেশযোগ্য নয়। জেলাটির কেন্দ্রীয় শহর চঘচারন; প্রদেশটির রাজধানীও বটে। কৃষি এখানকার আয়ের প্রধান উৎস- যদিও খরার কারনে গুরুতরভাবে কৃষিক্ষেত্রকে প্রভাবিত করেছে। জেলাটির কেন্দ্রীয়স্থলে একটি হাসপাতাল এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু সড়কের অবস্থা খুবই খারাপ এবং বৈরী আবহাওয়ার কারণে গ্রামের জনগন তারা খুব কমই সেবা গ্রহণ করতে পারে।

চঘচারন জেলা
Chaghcharan District

ولسوالی چغچران
فیروزکوه
জেলা
চঘচারন জেলা
Chaghcharan District
স্থানাঙ্ক: ৩৪.৫২২৫° উত্তর ৬৫.২৫১৭° পূর্ব / 34.5225; 65.2517
দেশ আফগানিস্তান
প্রদেশঘোর প্রদেশ
জনসংখ্যা

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.