অর্গো জেলা
অর্গো জেলা (ফার্সি: شهرستان ارکو / পশতু: ارګو ولسوالی) আফগানিস্তানের বাদাখশন প্রদেশের ২৮ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা।
অর্গো জেলা ولسوالی ارگو | |
---|---|
জেলা | |
ফয়জাবাদ জেলা বাদাখশন প্রদেশের তুলে ধরা হয়েছে, যেটি অর্গো জেলা থেকে বিভক্ত | |
স্থানাঙ্ক: ৩৭°০৬′৫০″ উত্তর ৭০°৩১′৩০″ পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | বাদাখশন প্রদেশ |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ২,০০,০০০ |
সময় অঞ্চল | এএসটি (ইউটিসি+০৪:৩০) |
বাদাখশন প্রদেশের প্রথম বৃহত্তর জেলা এবং আফগানিস্তানে দ্বিতীয় বৃহত্তম জেলা। বাদাখশন জেলার একটি অংশ হিসেবে ১৯৫০ সালে এটি গঠন করা হয়েছিল এবং প্রায় ২০০,০০০ লোকের বসতি রয়েছে এখানে।[1]
উজবেকিস্তান ও ফার্সী নামক প্রধান দুটি উপজাতি বসবাস করে থাকে যেখানে জনসংখ্যার প্রায় ৮০% এর উপরে লক্ষ্য করা যায়।২০১৪ সালের ২ মে তারিখে জেলার পাশ্ববর্তী একটি পাহাড়ের দুই পাশে মাটিধ্বস দেখা যায়, ফলে আবাব বারিক বা হারুগুর মত গ্রামগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।[2]
তথ্যসূত্র
- "বাদাখশন প্রদেশ"। Afghanistan Statistical Yearbook of the Central Statistics Office, Afghanistan, accessed via Rkabuli.20m.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১০।
- Vergano, Dan (২ মে ২০১৪)। "Mudslide Buries More Than 350 in Afghan Village"। National Geographic Society। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.