সামাঙ্গন প্রদেশ
সামাঙ্গন (ফার্সি: سمنگان) আফগানিস্তানের ৩৪টি প্রদেশের একটি। এখানে প্রায় ৪ লক্ষ লোকের বাস। এর আদি রাজধানী ছিল সামাঙ্গন শহর, যাতে প্রচুর প্রাচীন প্রত্নবস্তুর ধ্বংসাবশেষ রয়েছে। বর্তমানে আইবাক শহর প্রদেশের রাজধানী।
সামাঙ্গন (سمنگان) | |
প্রদেশ | |
দেশ | আফগানিস্তান |
---|---|
রাজধানী | আইবাক |
- স্থানাঙ্ক | ৩৫.৯° উত্তর ৬৭.৯° পূর্ব |
ক্ষেত্র | ১১,২৬২ বর্গকিলোমিটার (৪,৩৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা | ৩,৭৮,০০০ (2002) [1] |
সময় অঞ্চল | UTC+4:30 |
প্রধান ভাষা | দারি, উজবেক |
![]() আফগানিস্তানের মানচিত্রে সামাঙ্গন প্রদেশ আফগানিস্তানের মানচিত্রে সামাঙ্গন প্রদেশ
| |
![]() সামাঙ্গনের জেলাসমূহ সামাঙ্গনের জেলাসমূহ
|
২০০২ সালের মার্চ মাসে এখানে এক ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার লোক মারা যায়।
তথ্যসূত্র
আরও দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.