বামিয়ান প্রদেশ

বমিয়ন বা বামিয়ন প্রদেশ (ফার্সি: بامیان বমিয়ন্‌) আফগানিস্তানের ৩৪টি প্রদেশের একটি। এটি দেশের কেন্দ্রভাগে অবস্থিত। এর রাজধানীর নামও বামিয়ন। এখানে হাজারা জাতির লোকেদের বাস। এই প্রদেশের আয়তন ১৭হাজার ৪১১ বর্গকিলোমিটার।[2] প্রদেশটি প্রশাসনিকভাবে ৪টি জেলা ও ১টি উপজেলায় বিভক্ত (১৯৮৪ সাল)। সমগ্র প্রদেশের একমাত্র শহরাঞ্চল প্রাদেশিক রাজধানী বামিয়ান শহর। ১৯৬৪ সালে পূর্ববর্তী কাবুল ও পারোয়ান প্রদেশের অংশবিশেষ নিয়ে এই প্রদেশটি তৈরি করা হয়।[2]

বমিয়ন প্রদেশ
بامیان
প্রদেশ
বমিয়নের রাস্তা
আফগানিস্তানের অবস্থান
স্থানাঙ্ক: ৩৪.৭৫° উত্তর ৬৭.২৫° পূর্ব / 34.75; 67.25
Country আফগানিস্তান
রাজধানীBamyan
আয়তন
  মোট১৭৪১১ কিমি (৬৭২২ বর্গমাইল)
জনসংখ্যা (2011)[1]
  মোট৪,১৮,৫০০
  জনঘনত্ব২৪/কিমি (৬২/বর্গমাইল)
সময় অঞ্চলUTC+4:30
আইএসও ৩১৬৬ কোডAF-BAM
প্রধান ভাষাফার্সি(হাজারাগি / দারি)

অতীতে কেন্দ্রীয় আফগানিস্তান রেশম পথের ওপরে অবস্থিত ছিল। এখানে রোমান সাম্রাজ্য, চীন, মধ্যদক্ষিণ এশিয়ার বণিকেরা আসা-যাওয়া করত। এখানকার শিল্পকলায় গ্রিক, পারসিক, ও বৌদ্ধধর্মের নানা শিল্পকর্মের এক অদ্বিতীয় সম্মিলন ঘটেছে। এর নাম দেয়া হয়েছে গ্রিক-বৌদ্ধ শিল্পকলা বা গান্ধার শিল্প।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Bamyan Province" (PDF)। Central Statistics Office Afghanistan। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২৫
  2. Balland, D.. Bamiyan. "iv. Modern Province". Ecyclopaedia Iranica. December 15, 1988. সংগৃহীত ২৮ ডিসেম্বর, ২০১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.