লগার প্রদেশ

লগার প্রদেশ (পশতু/দারি: لوگر) আফগানিস্তানের ৩৪ টি প্রদেশের মধ্যে একটি, যেটি দেশের পূর্ব অঞ্চলে অবস্থান করছে। বিভাগটি সাত জেলা নিয়ে গঠন করা হয়েছে এবং প্রায় একশোর উপরে গ্রাম রয়েছে। পোল-ই আলম হচ্ছে প্রদেশটির রাজধানী শহর।

লগার
لوگر
প্রদেশ
লোগার প্রদেশে মোহাম্মদ আঘা জেলার উপর থেকে তোলা দৃশ্য
লগার প্রদেশের অবস্থান (লাল রঙ)
স্থানাঙ্ক (রাজধানী): ৩৪.০° উত্তর ৬৯.২° পূর্ব / 34.0; 69.2
দেশ আফগানিস্তান
রাজধানীপোল-ই আলম
সরকার
  রাজ্যপালমোহাম্মদ হালিম ফিদাই
আয়তন
  মোট৩৮৭৯.৮ কিমি (১৪৯৮.০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৫)
  মোট৩,৯২,০৪৫
  জনঘনত্ব১০০/কিমি (২৬০/বর্গমাইল)
সময় অঞ্চলইউটিসি+৪:৩০
আইএসও ৩১৬৬ কোডAF-LOG
মূল ভাষাপশতু
দারি

২০১৩ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩৭৩,১০০ জন এর মত। এটি একটি বহুজাতিক উপজাতীয় সম্প্রদায় বসবাসকারি প্রদেশ হিসেবে বলা যায়, যেখানে প্রায় ৬০% পশতুন এবং বাকি তাজিক ও হাজারা সম্প্রদায়ের লোকজনের বসবাস।[1]

তথ্যসূত্র

  1. "Understanding War"। Understanding War। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.