শিবিরঘান জেলা
শিবিরঘান জেলা (শেবারঘান) আফগানিস্তানের জওজান প্রদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি জেলা। ভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটির সীমানা; পশ্চিমে ফারিয়াব প্রদেশ, উত্তরে খাজা দু কোহ জেলা, পূর্বে আকছা জেলা এবং সার-ই পোল প্রদেশের সীমানা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১৪৩,৯০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় প্রাদেশিক রাজধানী হচ্ছে শেবারঘান। জেলাটির কেন্দ্র থেকে হেরাত, কাবুল, আন্দখয় ও মাজারী শরীফের দিকে প্রধান রাস্তা রয়েছে। শেবারঘান বিমানবন্দর মূলত শেবারঘান ও আকছার মধ্যে অবস্থান করছে।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.