জেরোক জেলা
জেরোক জেলা (পশতু: زېړوک ولسوالۍ), এছাড়াও বানান করা হয়ে থাকে জিরোক, আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের একটি অন্যতম জেলা, যেটি একসময়ে পাক্তিয়া প্রদেশের অংশ ছিল। জেলাটির প্রধান শহর জেরোক খস্ত-উরগুন রাস্তা বরাবর অবস্থিত।
জেরোক زېړوک | |
---|---|
জেলা
![]() শিশুরা ফটোগ্রাফারকে হাত উচু করে ইশারা করছেন | |
![]() ![]() জেরোক زېړوک | |
স্থানাঙ্ক: ৩৩°০৯′৩৫″ উত্তর ৬৯°১৯′১১″ পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | পাক্তিয়া |
রাজধানী | জেরোক |
জনসংখ্যা | |
• মোট | ৪৩,১৯০ |
সময় অঞ্চল | ইউটিসি+৪:৩০ |
প্রধান ভাষা | পশতু |
Accent | জাদরান |
জেরোক পাক্তিকা প্রদেশের একটি দূরবর্তী জেলা, এর পূর্বে খোস্ত প্রদেশের স্পেরা জেলা, নিকা জেলা দক্ষিণ-পশ্চিমে, পশ্চিমে উরগন জেলা এবং উত্তরে ওয়াজিরিস্তান অবস্থিত। জেলাটিতে মোট জনসংখ্যার ৪৩,১৯০ জন রয়েছে।[1]
এখানকার মানুষজন প্রধানত পশতু ভাষায় কথা বলে থাকে কিন্তু জাদরান শব্দের সংমিশ্রনে।
জনসংখ্যার উপাত্ত
জাতিগতভাবে জেরোকের মানুষ আখেন খিল, কিন্তু এছাড়াও নিম্নের কিছু উপজাতি রয়েছে:
- সুরাই (سوری)
- স্কাউজাই (شوزی)
- মাদাকাই (مدکی)
- আলামাই (عالمی)
- খুদকাই (خودکی)
- ইন্বিকাই (انبکی)
- দাব (ډاب کلی)
তথ্যসূত্র
- "Population of the Districts", Paktika Province
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.