জেরোক জেলা

জেরোক জেলা (পশতু: زېړوک ولسوالۍ), এছাড়াও বানান করা হয়ে থাকে জিরোক, আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের একটি অন্যতম জেলা, যেটি একসময়ে পাক্তিয়া প্রদেশের অংশ ছিল। জেলাটির প্রধান শহর জেরোক খস্ত-উরগুন রাস্তা বরাবর অবস্থিত।

জেরোক
زېړوک
জেলা
শিশুরা ফটোগ্রাফারকে হাত উচু করে ইশারা করছেন
জেরোক
زېړوک
আফগানিস্তানে অবস্থান
স্থানাঙ্ক: ৩৩°০৯′৩৫″ উত্তর ৬৯°১৯′১১″ পূর্ব
দেশ আফগানিস্তান
প্রদেশপাক্তিয়া
রাজধানীজেরোক
জনসংখ্যা
  মোট৪৩,১৯০
সময় অঞ্চলইউটিসি+৪:৩০
প্রধান ভাষাপশতু
Accentজাদরান

জেরোক পাক্তিকা প্রদেশের একটি দূরবর্তী জেলা, এর পূর্বে খোস্ত প্রদেশের স্পেরা জেলা, নিকা জেলা দক্ষিণ-পশ্চিমে, পশ্চিমে উরগন জেলা এবং উত্তরে ওয়াজিরিস্তান অবস্থিত। জেলাটিতে মোট জনসংখ্যার ৪৩,১৯০ জন রয়েছে।[1]

এখানকার মানুষজন প্রধানত পশতু ভাষায় কথা বলে থাকে কিন্তু জাদরান শব্দের সংমিশ্রনে।

জনসংখ্যার উপাত্ত

জাতিগতভাবে জেরোকের মানুষ আখেন খিল, কিন্তু এছাড়াও নিম্নের কিছু উপজাতি রয়েছে:

  1. সুরাই (سوری)
  2. স্কাউজাই (شوزی)
  3. মাদাকাই (مدکی)
  4. আলামাই (عالمی)
  5. খুদকাই (خودکی)
  6. ইন্বিকাই (انبکی)
  7. দাব (ډاب کلی)

তথ্যসূত্র

  1. "Population of the Districts", Paktika Province
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.