নাউর জেলা
নাউর আফগানিস্তানের গজনি প্রদেশের একটি বৃহত্তম জেলা।[1] জেলাটিতে জনসংখ্যা সম্পূর্ণরূপে শতভাগ হাজারা সম্প্রদায়ের লোকজনের বসবাস করে থাকে, ২০০২ সালের আদমশুমাীর অনুযায়ী, অনুমান করা হয়ে থাকে যে, ৯১,৭৭৮ জনসংখ্যা জন (যেখানে জনসংখ্যার অর্ধেকেই ১২ বছরের কম বয়সী)।[2] জিখাই নদীর উৎপত্তিস্থল এখান থেকেই হয়েছে।
কৃষি
প্রধান ফসলের মধ্যে রয়েছে গম এবং বার্লি অন্তর্ভুক্ত। পশু চাষের জন্য মূলত ভেড়া, ছাগল, গরু, হাঁস এবং ঘোড়া পালন করা হয়ে থাকে।[2]
তথ্যসূত্র
- "GeoHack - Nawur District"। tools.wmflabs.org। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০২।
- "District Profile" (PDF)। UNHCR। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০০৬।
বহিঃসংযোগ
- Map of Settlements AIMS, May 2002
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.