দে চোপান জেলা
দে চোপান, এছাড়াও বানান করা হয়ে থাকে দৈচপান (ফার্সি: دای چوپان ), আফগানিস্তানের জাবুল প্রদেশের সবচেয়ে উত্তরাঞ্চলীয় অবস্থিত একটি জেলা। এই জেলাটি হাজারা সম্প্রদায়ের অন্তর্গত যা ১৯ শতকে রাজা আব্দুল রহমান দখল করেছিলেন। ২০১৩ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৩৮,৩০০ জন এর মত।[1]
এখানকার অর্থনীতি মূলত নগদ ফসল হিসাবে উত্থাপিত বাদাম উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল বলা যায়। সংখ্যাগরিষ্ঠতার দিকে থেকে বিবেচনা করে প্রদেশের প্রাদেশিক রাজধানী কালাতে নিয়ে আসা হয়।
তথ্যসূত্র
- "Settled Population of Zabul province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF)। Islamic Republic of Afghanistan, Central Statistics Organization। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.