কুরঘান জেলা

কুরঘান আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের একটি জেলা[2] এটি আন্দখল জেলার পশ্চিম অংশ হিসেবে ২০০৫ সালে গঠন করা হয়েছিল। জেলাটির কেন্দ্রীয় শহর কোরানঘন আন্দখয় এর খুব কাছাকাছি অবস্থান করছে, যেটি ৩১৭ মিটার উচ্চতায় অবস্থিত।

কুরঘান
قرغان
জেলা
কুরঘান
আফগানিস্তানে অবস্থান[1]
স্থানাঙ্ক: ৩৭°০২′ উত্তর ৬৪°৫৬′ পূর্ব
দেশ আফগানিস্তান
প্রদেশফারিয়াব প্রদেশ
জেলাকুরঘান
আয়তন
  মোট৭৯৭ কিমি (৩০৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)
  মোট২,৭১,১৬০

জেলাটির অবস্থান বলতে গেলে ৭৯৭ বর্গকিলোমিটার (৩০৮ মা) এবং এখানে মোট ১৩টি গ্রাম রয়েছে। ২০০৩ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যার ছিল প্রায় ২৭,১১৬ জন এর মত।[3]

তথ্যসূত্র

  1. "District Names"। National Democratic Institute। ২৯ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫
  2. Ministry of Rural Rehabilitation and Development, পৃ. 1।
  3. Ministry of Rural Rehabilitation and Development, পৃ. 2।

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.