দারা-ই-পেচ জেলা

দারা-ই-পেচ জেলা (এছাড়াও পরিচিত মানোগে জেলা অথবা পেক জেলা[1]) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল কুনার প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা যেটি আসাদবাদ থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪৮,৪০০ জন এর মত। জেলাটি মানো গাই থেকে পরিচালিত হয়ে থাকে[2] এবং শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন মোহাম্মদ রহমান।

Villagers tend their fields in the Pech River Valley, Kunar Province, Afghanistan

তথ্যসূত্র

  1. www.aims.org.af
  2. "maps/district/kunar/pech.pdf" (PDF)। ১৫ মার্চ ২০০৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.