আসাদাবাদ জেলা

আসাদাবাদ জেলা আফগানিস্তানের কুনার প্রদেশের ১৫টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। এটি আসাদাবাদ শহরের অন্তর্ভুক্ত যেটি জেলাটির কেন্দ্রীয় অঞ্চল হিসেবে বিবেচিত। জেলাটি কুনার প্রদেশের পাশাপাশি অবস্তান করছে। এছাড়াও এটি প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থান করছে। জেলাটির মধ্যে ১২ টি বড় এবং ছোট মিলিয়ে গ্রাম রয়েছে, তবে অধিকাংশ এলাকা পর্বতমালায় বেষ্টিত হয়ে আছে যার ফলে চাষের জন্য যথেষ্ট জমি এখানে সহজলভ্য নয়।[1]

U.S. soldiers from the 10th Mountain Division providing security in Asadabad

জনসংখ্যার উপাত্ত

২০০২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৫২,৪৭২, যার মধ্যে প্রায় সকলেই পশতু সম্প্রদায়ের।[2]

তথ্যসূত্র

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.