সাবারি জেলা
সাবারি জেলা আফগানিস্তানের খোস্ত প্রদেশের উত্তর অংশে অবস্থিত একটি জেলা। ভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে মুসা খেলা জেলা, উত্তরে পাক্তিয়া, পূর্বের বাক জেলা এবং দক্ষিণে তেরে জায়ি এবং দক্ষিণে খোস্ত জেলার সীমানা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৬২,৮০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় এলাকার নাম হচ্ছে যকবি, যেটি জেলার একেবারেই পূর্ব অঞ্চলে অবস্থান করছে। [1]
তথ্যসূত্র
- "IJC Operational Update, Nov. 20: ISAF condemns IED attack; Joint Forces Kill, Detain Suspected Militants in three provinces; ISAF Casualties" Kabul. 20 November 2009 Accessed at: http://www.nato.int/isaf/docu/pressreleases/2009/11/pr091120-xxa.html
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.