কালে-ই-জাল জেলা

কালে-ই-জাল জেলা (ولسوالی قلعه ذال) উত্তর আফগানিস্তানের কুন্দজ প্রদেশের পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। ভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে বাল্খ প্রদেশ এবং উত্তরে পাঞ্জ নদী বরাবর তাজিকিস্তান, বাক্শ এবং আমু নদী রয়েছে। এছাড়া পূর্বে ইমাম সাহেব জেলা এবং দক্ষিণে কুন্দুজ জেলাচর দারা জেলা সীমানা ঘিরে রেখেছে। কালে-ই-জাল নদীটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। ২০০৬ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৬০,৬০০ জন, যার মধ্যে ৯০% তুর্কিমান এবং ১০% পশতু সম্প্রদায়ের লোক রয়েছে। জেলাটিতে প্রায় সকল এলকায় মরুভূমি অঞ্চল এবং শুধুমাত্র সেচের জন্য সীমিত কিছু জমি ব্যবহৃত হয়ে থাকে। আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস বলতে কৃষি এবং কার্পেট বয়ন ধরা হয়ে থাকে।

কালে-ই-জাল জেলা
Qalay-I-Zal District

ولسوالی قلعه ذال
জেলা
কালে-ই-জাল জেলা
Qalay-I-Zal District
আফগানিস্তানে অবস্থান
স্থানাঙ্ক: ৩৭.০১৩১° উত্তর ৬৮.৪৬০৩° পূর্ব / 37.0131; 68.4603
দেশ আফগানিস্তান
প্রদেশকুন্দুজ প্রদেশ
সময় অঞ্চলআফগানিস্তান স্ট্যান্ডার্ড টাইম (ইউটিসি+৪:৩০)

আফগানিস্তানের এই জেলাটিতে তালেবানদের সঙ্গে ব্যাপকভাবে যুদ্ধ হয়েছিল।[1][2]

তথ্যসূত্র

  1. "Afghan Forces Fail to Turn Back Taliban Gains"। জুলাই ২৮, ২০১৬। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৬
  2. "Conquest of Kala-e-Zal, Al Emarah Studio's new video report"। ৭ মে ২০১৭।

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.