স্পেরা জেলা

স্পেরা জেলা আফগানিস্তানের খোস্ত প্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি জেলা। ভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটির সীমানা: দক্ষিণ ও পশ্চিমে পাক্তিয়া প্রদেশের উত্তরে শামাল জেলা সীমানা, পূর্বে এটি নাদির শাহ কোট ও তানি জেলার সীমানা এবং পাকিস্তান সীমানা ঘিরে রেখেছে। গ্রামটির জনসংখ্যা ২১,৫০০ জন। জেলার কেন্দ্রীয় অংশে অবস্থিত স্পেরা গ্রাম অবস্থিত ।

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.