আর্ঘান্দাব জেলা
আর্ঘান্দাব জেলা (পশতু/ফার্সি: ارغنداب) আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত একটি অন্যতম জেলা। ভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটি পশ্চিমে পাঞ্জাব ও খাকরেজ জেলার সীমানা বরাবর অবস্থান করছে, এছাড়াও উত্তর ও পূর্বে শাহ ওয়ালী কোট জেলা এবং পূর্ব ও দক্ষিণে কান্দর জেলা রয়েছে।
আর্ঘান্দাব জেলা ارغنداب | |
---|---|
জেলা | |
The Shrine of Baba Wali in the Arghandab district. | |
![]() ![]() আর্ঘান্দাব জেলা | |
স্থানাঙ্ক: ৩১°৩৯′১৭″ উত্তর ৬৫°৩৮′৫৮″ পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | কান্দাহার প্রদেশ |
কেন্দ্র | আর্ঘান্দাব শহর |
উচ্চতা | ১১১২ মিটার (৩৬৪৮ ফুট) |
জনসংখ্যা (২০০৬) | |
• মোট | ৫৪,৯০০ |
সময় অঞ্চল | + ৪.৩০ |
ওয়েবসাইট | Arghandab.gov |
২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৫৪,৯০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় শহর কান্দাহারের উত্তর-পশ্চিমে অবস্থিত। আর্ঘান্দাব নদীটি জেলা শহরে পশ্চিমে জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে এবং হেলমান্দ ও আর্ঘান্দাব উপত্যকা কর্তৃপক্ষ কর্তৃক কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থা পরিচালিত হয়।[1] জলবায়ু, নদী এবং সেচ দিয়ে অধিবাসীরা বিভিন্ন ধরনের উৎপাদনের ক্ষেত্রসমূহ একত্রিত করে থাকেন। এই অঞ্চলের অধীনস্থ কৃষি ফসলগুলি মধ্যে রয়েছে, ডালিম, আঙ্গুর, প্লাম এবং মারিজুয়ানা।
তথ্যসূত্র
- (pdf) The Helmand Valley Project in Afghanistan: A.I.D. Evaluation Special Study No. 18 C Clapp-Wicek & E Baldwin, U.S. Agency for International Development, published December 1983