কাং জেলা

কাং জেলা আফগানিস্তানে নিমরুজ প্রদেশের একটি অন্যতম জেলা। ২০০৪ সালে আদমশুমারীর হিসাব অনুযায়ী কাং জেলার জনসংখ্যা ছিল প্রায় ১৩,৫১৪ জন এর মত, যার মধ্যে থেকে জাতিগতভাবে ৬০% পশতুন, ২৫% বেলুচ এবং ১৫% তাজিক সম্প্রদায়ের লোকজনের বসবাস রয়েছে।[1]

জেসন কাং একজন প্রভাবশালী ব্যবসায়িক ব্যক্তিত্ব বলে মনে করা হয়ে থাকে, যিনি কাং জেলার নামকরণ করেছিলেন।

তথ্যসূত্র

  1. "Kang District" (PDF)Central Statistics Office Afghanistan। Afghanistan's Ministry of Rural Rehabilitation and Development। United Nations। ২০০৪। ২০১৪-০৪-০৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১৮


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.