খাশ রদ জেলা

খাশ রদ জেলা অথবা থাশরউড (ফার্সি/পশতু: خاشرود), বেরচি: خواش‌رود) আফগানিস্তানের নিমরুজ প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা। ২০০৪ সালে আদমশুমারীর হিসাব অনুযায়ী খাশ রদ জেলার জনসংখ্যা ছিল প্রায় ৩৫,৩৮১ জন এর মত, যার মধ্যে থেকে জাতিগতভাবে ৫৫% পশতুন, ২০% বেলুচ, ১৫% ব্রাহুই এবং ১০% তাজিক সম্প্রদায়ের লোকজনের বসবাস রয়েছে।[1] খাশ রদ জেলার রাজধানী শহরের নাম হচ্ছে খাশ নামক একটি শহর।

খাশ রদ
Khash Rod

خاشرود
জেলা
মানচিত্রে নিমরুজ প্রদেশের জেলা দেখানো হয়েছে
দেশআফগানিস্তান
এলাকানিমরুজ প্রদেশ
রাজধানীখাশ
জনসংখ্যা (২০০৪)
  মোট৩৫,৩৮১

তথ্যসূত্র

  1. "Summary of District Development Plan - Khashrod District" (PDF)। United Nations Development Programme and Ministry of Rural Rehabilitation and Development। ২০০৭। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৩


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.