আলিম দারা

আলিম দারা আফগানিস্তানের বাদাখশন প্রদেশ এর একটি গ্রাম যেটি পূর্বে তালিখান থেকে ফয়েজাবাদ রাস্তা পর্যন্ত প্রথম বিরামপথ ছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে, এখানে প্রায় ৩০০ টি পরিবারের স্থায়ী জনসংখ্যা বসতি রয়েছে বলা হয়। এছাড়াও এলাকাটিতে মৌসুমী চাষাবাদ, একটি জলপ্রবাহ এবং খাল অন্তর্ভুক্ত রয়েছে।[1]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Adamec, Ludwig W., সম্পাদক (১৯৭২)। Historical and Political Gazetteer of Afghanistan1Graz, Austria: Akadamische Druck-u. Verlangsanstalt। পৃষ্ঠা 18।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.