ইঞ্জিল জেলা
ইঞ্জিল জেলা আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের একটি জেলা। এটি মূলতঃ হেরাত শহরকে ঘিরে রেখেছে এবং উত্তরে কুশ্ক জেলার সীমানা রয়েছে, পূর্বে কারুখ জেলা, দক্ষিণে গুজারা জেলা এবং পশ্চিমে জিন্দা জান জেলা রয়েছে। ২০১২ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৩৭,৮০০ এর মত।[1] যার মধ্যে নিম্নলিখিত জাতিগত সম্প্রদায়ের লোকজন বসবাস করে থাকেন, যেমন: ৫৫% তাজিক, ৪০% পশতু, ৪% হাজারা এবং ১% তুর্কমেনিয়ার সম্প্রদায়ের।[2]
ইঞ্জিল انجیل | |
---|---|
জেলা | |
![]() ![]() ইঞ্জিল | |
স্থানাঙ্ক: ৩৪°১৮′০০″ উত্তর ৬২°১৫′০০″ পূর্ব | |
দেশ | ![]() |
্প্রদেশ | হেরাত প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[1] | |
• মোট | ২,৩৭,৮০০ |
তথ্যসূত্র
- "Settled Population of Herat Province" (PDF)। Central Statistics Organization। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬।
- AIMS (Afghanistan Information Management Services), UNHCR Sub-Office District Profile of Injil (PDF)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.