ইউটিউব
ইউটিউব (ইংরেজি: YouTube) একটি ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট। ওয়েব ২.০ এর অন্যতম কর্ণধার ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড, দর্শন আর আদান-প্রদানের সুবিধা দান করে আসছে। এই সাইটটিতে আরো আছে ভিডিও পর্যালোচনা, অভিমত প্রদান সহ নানা প্রয়োজনীয় সুবিধা।
![]() | |
ব্যবসার প্রকার | অধীনস্থ প্রতিষ্ঠান |
---|---|
সাইটের প্রকার | ভিডিও হোস্টিং সেবা |
প্রতিষ্ঠা | ১৪ ফেব্রুয়ারি ২০০৫ |
সদরদপ্তর | ৯০১ চেরি এভিনিউ স্যান ব্রুনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
স্থানাঙ্ক | ৩৭°৩৭′৪১″ উত্তর ১২২°২৫′৩৫″ পশ্চিম |
পরিবেষ্টিত এলাকা | বিশ্বব্যাপী (যেসব জায়গায় ইউটিউব ব্লকড সেসব জায়গা ব্যতীত) |
মালিক | আলফাবেট ইনকর্পোরেটেড |
প্রতিষ্ঠাতা(গণ) |
|
প্রধান নির্বাহী কর্মকর্তা | সুসান ওজচিকি |
শিল্প | ইন্টারনেট ভিডিও শেয়ারিং সেবা |
ধারক কোম্পানী | গুগল (২০০৬—বর্তমান) |
ওয়েবসাইট | YouTube.com |
অ্যালেক্সা অবস্থান | ![]() |
বিজ্ঞাপন | গুগল অ্যাডসেন্স |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | ১৪ ফেব্রুয়ারি ২০০৫ |
বর্তমান অবস্থা | সক্রিয় |
প্রোগ্রামিং ভাষা | পাইথন (কোর/এপিআই),[2] সি (সিপায়থনের মাধ্যমে), সি++, জাভা (জুইস প্ল্যাটফরমের মাধ্যমে),[3][4] গো,[5] জাভাস্ক্রিপ্ট (ব্যবহারকারী ইন্টারফেস) |
ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি, চ্যড হারলি, স্টিভ চ্যন আর বাংলাদেশী বংশদ্ভুত জাওয়েদ করিম।
স্থানীয়করণ
জুন ১৯ ২০০৭ সালের গুগল সিইও এরিক এমারসন নতুন স্থানীয়করণ সিস্টেম আরম্ভ করার জন্য প্যারিসে ছিল। ওয়েবসাইটের ইন্টারফেস ১০০টি দেশে এক অঞ্চল (হংকং) এবং একটি বিশ্বব্যাপী সংস্করণ অনূদিত সংস্করণের সাথে পাওয়া যায়।
![]() | |||
দেশ | ভাষা | প্রবর্তন তারিখ | |
---|---|---|---|
![]() |
ইংরেজি | ফেব্রুয়ারি ১৫, ২০০৫[6] | |
![]() |
পর্তুগিজ | জুন ১৯, ২০০৭ | |
![]() |
ফরাসি | জুন ১৯, ২০০৭ | |
![]() |
বাংলা | জুন ১৯, ২০০৭ | |
![]() |
ইংরেজি | জুন ১৯, ২০০৭ | |
![]() |
ইতালীয় | জুন ১৯, ২০০৭ | |
![]() |
জাপানি | জুন ১৯, ২০০৭ | |
![]() |
ওলন্দাজ | জুন ১৯, ২০০৭ | |
![]() |
পোলীয় | জুন ১৯, ২০০৭ | |
![]() |
স্পেনীয়, কাতালান, বাস্ক, ও গ্যালিশিয় | জুন ১৯, ২০০৭ | |
![]() |
ইংরেজি | জুন ১৯, ২০০৭ | |
![]() |
স্প্যানিশ | অক্টোবর ১১, ২০০৭ | |
![]() |
চীনা, ও ইংরেজি | অক্টোবর ১৭, ২০০৭ | |
![]() |
চীনা | অক্টোবর ১৮, ২০০৭ | |
![]() |
ইংরেজি | অক্টোবর ২২, ২০০৭ | |
![]() |
ইংরেজি | অক্টোবর ২২, ২০০৭ | |
![]() |
ইংরেজি, ও ফরাসি | নভেম্বর ৬, ২০০৭ | |
![]() |
জার্মান | নভেম্বর ৮, ২০০৭ | |
![]() |
রুশ | নভেম্বর ১৩, ২০০৭ | |
![]() |
কোরীয় | জানুয়ারি ২৩, ২০০৮ | |
![]() |
হিন্দি, বাংলা, ইংরেজি, গুজরাতি, কন্নড়, মালয়ালম, মারাঠি, পাঞ্জাবি, তামিল, তেলুগু, ও উর্দু | মে ৭, ২০০৮ | |
![]() |
হিব্রু, আরবি, ও ইংরেজি | সেপ্টেম্বর ১৬, ২০০৮ | |
![]() |
চেক | অক্টোবর ৯, ২০০৮ | |
![]() |
সুয়েডীয় | অক্টোবর ২২, ২০০৮ | |
![]() |
আফ্রিকান্স, জুলু, ও ইংরেজি | মে ১৭, ২০১০[6] | |
![]() |
স্পেনীয় | সেপ্টেম্বর ৮, ২০১০[6] | |
![]() |
আরবি, ও ফরাসি | মার্চ ৯, ২০১১ | |
![]() |
আরবি | মার্চ ৯, ২০১১[7] | |
![]() |
আরবি | মার্চ ৯, ২০১১[7] | |
![]() |
আরবি, ও ফরাসি | মার্চ ৯, ২০১১ | |
![]() |
আরবি | মার্চ ৯, ২০১১ | |
![]() |
আরবি, ও ফরাসি | মার্চ ৯, ২০১১ | |
![]() |
আরবি | মার্চ ৯, ২০১১ | |
![]() |
সোয়াহিলি, ও ইংরেজি | সেপ্টেম্বর ১, ২০১১ | |
![]() |
ফিলিপিনো, ও ইংরেজি | অক্টোবর ১৩, ২০১১ | |
![]() |
ইংরেজি, মালে, চীনা, ও তামিল | অক্টোবর ২০, ২০১১ | |
![]() |
ফরাসি, ওলন্দাজ, ও জার্মান | নভেম্বর ১৬, ২০১১ | |
![]() |
স্পেনীয় | নভেম্বর ৩০, ২০১১ | |
![]() |
ইংরেজি, ও সোয়াহিলি | ডিসেম্বর ২, ২০১১ | |
![]() |
ইংরেজি | ডিসেম্বর ৭, ২০১১ | |
![]() |
স্পেনীয় | জানুয়ারি ২০, ২০১২ | |
![]() |
হাঙ্গেরীয় | ফেব্রুয়ারি ২৯, ২০১২ | |
![]() |
মালে, ও ইংরেজি | মার্চ ২২, ২০১২ | |
![]() |
স্পেনীয় | মার্চ ২৫, ২০১২ | |
![]() |
আরবি, ও ইংরেজি | এপ্রিল ১, ২০১২ | |
![]() |
গ্রিক | মে ১, ২০১২ | |
![]() |
ইন্দোনেশীয়, ও ইংরেজি | মে ১৭, ২০১২ | |
![]() |
ইংরেজি | জুন ৫, ২০১২ | |
![]() |
ফরাসি, ও ইংরেজি | জুলাই ৪, ২০১২ | |
![]() |
তুর্কী | অক্টোবর ১, ২০১২ | |
![]() |
ইউক্রেনীয়, ও রুশ | ডিসেম্বর ১৩, ২০১২ | |
![]() |
ডেনীয় | ফেব্রুয়ারি ১, ২০১৩ | |
![]() |
ফিনীয় | ফেব্রুয়ারি ১, ২০১৩ | |
![]() |
নরওয়েজীয় | ফেব্রুয়ারি ১, ২০১৩ | |
![]() |
জার্মান, ফরাসি, ও ইতালীয় | মার্চ ২৯, ২০১৩ | |
![]() |
জার্মান | মার্চ ২৯, ২০১৩ | |
![]() |
রোমানীয় | এপ্রিল ১৮, ২০১৩ | |
![]() |
পর্তুগিজ | এপ্রিল ২৫, ২০১৩ | |
![]() |
স্লোভাক | এপ্রিল ২৫, ২০১৩ | |
![]() |
আরবি | আগস্ট ১৬, ২০১৩ | |
![]() |
আরবি | আগস্ট ১৬, ২০১৩ | |
![]() |
আরবি | আগস্ট ১৬, ২০১৩ | |
![]() |
আরবি | আগস্ট ১৬, ২০১৩ | |
![]() |
বসনীয়, ক্রোয়েশীয়, ও সার্বীয় | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
বুলগেরীয় | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
ক্রোয়েশীয় | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
এস্তোনীয় | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
লাতভীয় | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
লিথুয়ানীয় | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
ম্যাসেডোনীয়, আলবেনীয়, সার্বীয়, ও তুর্কী | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
সার্বীয়, ও ক্রোয়েশীয় | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
সার্বীয় | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
স্লোভেনীয় | মার্চ ১৭, ২০১৪ | |
![]() |
থাই | এপ্রিল ১, ২০১৪ | |
![]() |
আরবি, ও ফরাসি | মে ১, ২০১৪[8] | |
![]() |
স্পেনীয়, ও ইংরেজি | আগস্ট ২৩, ২০১৪ | |
![]() |
ভিয়েতনামী | অক্টোবর ১, ২০১৪ | |
![]() |
আরবি | ফেব্রুয়ারি ১, ২০১৫[6] | |
![]() |
আইসল্যান্ডীয় | জুন ২, ২০১৫ | |
![]() |
লুক্সেমবুর্গীয়, জার্মান, ও ফরাসি | জুন ২, ২০১৫ | |
![]() |
সোয়াহিলি ও ইংরেজি | জুন ২, ২০১৫[6] | |
![]() |
ইংরেজি | জুন ২, ২০১৫[6] | |
![]() |
আজারবাইজানি | অক্টোবর ১২, ২০১৫[6] | |
![]() |
বেলারুশীয়, ও রুশ | অক্টোবর ১২, ২০১৫[6] | |
![]() |
জর্জীয় | অক্টোবর ১২, ২০১৫[6] | |
![]() |
কাজাখ | অক্টোবর ১২, ২০১৫[6] | |
![]() |
আরবি | নভেম্বর ৯, ২০১৫[6] | |
![]() |
নেপালী | জানুয়ারি ১২, ২০১৬[6] | |
![]() |
উর্দু, ও ইংরেজি | জানুয়ারি ১২, ২০১৬[6] | |
![]() |
সিংহলি, ও তামিল | জানুয়ারি ১২, ২০১৬[6] | |
![]() |
ইংরেজি | আগস্ট ৪, ২০১৬[6] | |
![]() |
ইংরেজি | জুন ২৪, ২০১৮ | |
![]() |
স্পেনীয় | জানুয়ারি ৩০, ২০১৯ | |
![]() |
স্পেনীয় | জানুয়ারি ৩০, ২০১৯ | |
![]() |
স্পেনীয় | জানুয়ারি ৩০, ২০১৯ | |
![]() |
স্পেনীয় | জানুয়ারি ৩০, ২০১৯ | |
![]() |
স্পেনীয় | জানুয়ারি ৩০, ২০১৯ | |
![]() |
স্পেনীয় | জানুয়ারি ৩০, ২০১৯ | |
![]() |
স্পেনীয় | জানুয়ারি ৩০, ২০১৯ | |
![]() |
স্পেনীয় | জানুয়ারি ৩০, ২০১৯ | |
![]() |
স্পেনীয়, ও গুয়ারানি | ফেব্রুয়ারি ২১, ২০১৯ | |
![]() |
স্পেনীয় | ফেব্রুয়ারি ২১, ২০১৯ | |
![]() |
গ্রিক, ও তুর্কী | মার্চ ১৩, ২০১৯ | |
![]() |
জার্মান | মার্চ ১৩, ২০১৯ | |
ইউটিউব ইন্টারফেস স্থানীয় সংস্করণ ব্যবহারকারী আইপি ঠিকানা ভিত্তিতে নির্বাচিত করা উচিত, যা প্রস্তাব দেওয়া হয় । কিছু ক্ষেত্রে, বার্তা "এই ভিডিওটি আপনার দেশে পাওয়া যায় না" কারণ স্বত্তাধিকার নিষেধাজ্ঞা বা অসঙ্গত কন্টেন্ট প্রদর্শিত হতে পারে । YouTube ওয়েবসাইটের ইন্টারফেস, ৭৬ ভাষা সংস্করণের মধ্যে উপলব্ধ রয়েছে সেই সঙ্গে আমহারী, আলবেনীয়, আর্মেনীয়, উজবেকীয়, কিরগিজ, খমের, ফার্সি, বর্মী, বাংলা, মঙ্গোলীয়, ও লাও স্থানীয় চ্যানেল সংস্করণ ধর্ম ধরে টানবে না। ইউটিউবে অ্যাক্সেস তুরস্ক মধ্যে ২০০৮ এবং ২০১০ এর মধ্যে ভিডিও পোস্টিং নিয়ে বিতর্ক নিম্নলিখিত মোস্তফা কামাল আতাতুর্ক এবং মুসলমানদের জন্যে কিছু উপাদান আক্রমণাত্মক অপমানজনক অবরুদ্ধ ছিল, বলিয়া গণ্য। ২০১২ সালের অক্টোবর, ইউটিউব এর একটি স্থানীয় সংস্করণ চালু করা হয় তুরস্ক, ডোমেইন সঙ্গে। স্থানীয় সংস্করণ তুর্কি আইন অন্তর্ভুক্ত বিষয়বস্তু প্রবিধান সাপেক্ষে। ২০০৯ সালে মার্চ, ইউটিউব এবং গান জন্য ব্রিটিশ রয়্যালটি সংগ্রহ সংস্থা পিআরএস মধ্যে বিরোধের প্রিমিয়াম সঙ্গীত ভিডিও যুক্তরাজ্য এ ইউটিউব ব্যবহারকারীর জন্য অবরোধ করা হয়। ভিডিও প্রধান রেকর্ড কোম্পানি দ্বারা পোস্ট অপসারণের একটি লাইসেন্স চুক্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরেই. বিবাদটি সেপ্টেম্বর ২০০৯ এই সমস্যাগুলি সমাধান করা হয়েছে এপ্রিলে ২০০৯ সালে, একটি অনুরূপ বিতর্ক জার্মানিতে ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সঙ্গীত ভিডিও অপসারণের নেতৃত্বে।
সঙ্গীত কী
নভেম্বর ১২, ২০১৪ ইউটিউব মোবাইল প্ল্যাটফর্মের উপর পটভূমি এবং অফলাইন প্লেব্যাক সঙ্গে বরাবর, ইউটিউব দ্বারা হোস্ট করা সরকারী মিউজিক ভিডিওর বিজ্ঞাপন মুক্ত প্লেব্যাক প্রদান, সঙ্গীত কী, একটি সাবস্ক্রিপশন মিউজিক স্ট্রিমিং সার্ভিস উদ্বোধন ঘোষণা। সঙ্গীত কী সঙ্গে একীভূত করা এবং গুগল প্লে মিউজিক বিদ্যমান “সব এক্সেস” সেবা প্রতিস্থাপন দেয়ার উদ্দেশ্যে করা হচ্ছে।
তথ্যসূত্র
- "youtube.com Traffic Statistics"। Alexa Internet। Amazon.com। জুলাই ৯, ২০১৭। সংগ্রহের তারিখ আগস্ট ২, ২০১৮।
- Claburn, Thomas (জানুয়ারি ৫, ২০১৭)। "Google's Grumpy code makes Python Go"। The Register (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৬, ২০১৭।
- Wilson, Jesse (মে ১৯, ২০০৯)। "Guice Deuce"। Official Google Code Blog। Google। সংগ্রহের তারিখ মার্চ ২৫, ২০১৭।
- "YouTube Architecture – High Scalability -"। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০১৪।
- "Golang Vitess: a database wrapper written in Go as used by Youtube"।
- Sayer, Peter (জুন ১৯, ২০০৭)। "Google launches YouTube France News"। PC Advisor। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০০৯।
- "YouTube Launches Local Version For Algeria, Egypt, Jordan, Morocco, Saudi Arabia, Tunisia and Yemen"। ArabCrunch। ১৪ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৩, ২০১১।
- Nick Rego (সেপ্টেম্বর ১৬, ২০১৩)। "YouTube expands monetization and partnership in GCC"। tbreak Media। ১৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৪, ২০১৪।