রোমানীয় ভাষা

রোমানীয় ভাষা (রুমানীয়: Română) রোমানিয়ামলদোভায় প্রচলিত একটি রোমান্স ভাষা। এতে প্রায় আড়াই কোটি লোক কথা বলেন। এটি ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম ভাষা এটি।

রোমানীয়
română
দেশোদ্ভবরোমানিয়া, মলদোভা, ভয়ভদিনা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, সার্বিয়া, হাঙ্গেরি, বলকান অঞ্চল
অঞ্চলদক্ষিণ-পূর্ব ইউরোপ
মাতৃভাষী
প্রায় আড়াই কোটি
ইন্দো-ইউরোপীয়
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 রোমানিয়া,  মলদোভা [1], ভয়ভদিনা (সার্বিয়া)
নিয়ন্ত্রক সংস্থাআকাদেমিয়া রোমানিয়া
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১ro
আইএসও ৬৩৯-২rum (বি)
ron (টি)
আইএসও ৬৩৯-৩ron

রোমানীয়ভাষী বিশ্বের মানচিত্র

তথ্যসূত্র

  1. The constitution of the Republic of Moldova refers to the country's language as Moldovan rather than Romanian, though in practice it is often called "Romanian". The introduction of the law concerning the functioning of the languages (September 1989), still effective in Moldova according to the Constitution ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে, asserts the linguistic identity between the Romanian language and the Moldovan language. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে For more information, see History of the Moldovan language.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.