দক্ষিণ-পূর্ব ইউরোপ

দক্ষিণ-পূর্ব ইউরোপ ইউরোপ মহাদেশের একটি ভৌগলিক অঞ্চল। এটি মূলত বলকান উপদ্বীপটি নিয়ে গঠিত। নিচের সার্বভৌম রাষ্ট্রগুলিকে প্রায়ই এই অঞ্চলের অন্তর্ভুক্ত ধরা হয়: আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, গ্রিস, কসভো, ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র, মন্টিনেগ্রো, রোমানিয়া, সার্বিয়া, এবং স্লোভেনিয়া

দক্ষিণ-পূর্ব ইউরোপের ভৌগলিক মানচিত্র
ওয়ার্ল্ড ফ্যাক্‌টবুক অনুযায়ী ইউরোপ মহাদেশের আঞ্চলিক বিভাজন:
  দক্ষিণ-পূর্ব ইউরোপ

সম্ভবত অস্ট্রীয় গবেষক ইয়োহান গেয়র্গ ফন হান প্রথমবারের মত প্রচলিত বলকান উপদ্বীপের পরিবর্তে একটি সাধারণতর পরিভাষা হিসেবে "দক্ষিণ-পূর্ব ইউরোপ" কথাটি ব্যবহার করেন।[1]

তথ্যসূত্র

  1. Hösch, Nehring, Sundhaussen (Hrsg.), Lexikon zur Geschichte Südosteuropas, S. 663, আইএসবিএন ৩-৮২৫২-৮২৭০-৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.