১৫ মাঘ
১৫ মাঘ বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের ১৫তম এবং বছরের ২৯০তম দিন। বছর শেষ হতে ৭৫ দিন (অধিবর্ষে ৭৬ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস
ঘটনাবলী
- ২০১০ইং - বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে - লেঃ কর্ণেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্ণেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্ণেল মহিউদ্দিন আহমেদকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।
জন্ম
- ১৮৬৫ইং - লালা লাজপত রাই, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা। (মৃত্যুঃ ১৯২৮ইং)
মৃত্যু
- ১৫৪৭ইং - ইংল্যান্ডের রাজা ৮ম হেনরী। (জন্মঃ ১৪৯১ইং)
- ১৯৩৯ইং - নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক ডব্লিউ বি. ইয়েটস্। (জন্মঃ ১৮৬৫ইং)
ছুটি ও অন্যান্য
- স্পেস শাটল চ্যালেঞ্জার দূর্ঘটনায় পতিত হয়, এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.