৮ মাঘ

৮ মাঘ বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের ৮ম এবং বছরের ২৮৩তম দিন। বছর শেষ হতে ৮২ দিন (অধিবর্ষে ৮৩ দিন) অবশিষ্ট রয়েছে।

ইতিহাস

ঘটনাবলী

  • ১৯৬০ইং - বেগবর্ধক শক্তি আর ওজনশূণ্যতায় সৃস্ট প্রভাব পরীক্ষা করার জন্য প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানর মহাকাশে প্রেরণ।[1]
  • ২০০২ইং - কানাডিয়ান ডলার, আমেরিকান ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন বিনিময় মূল্য পায়।(১ কানাডিয়ান ডলার = ০.৬১৭৯ আমেরিকান ডলার)
  • ২০০৩ইং - মেক্সিকোর কোলিমা রাজ্যে ৭.৬ মাত্রার ভূ-কম্পনে ২৯জন নিহত এবং আনুমানিক ১০,০০০ লোক গৃহহীন হয়ে পড়ে।
  • ২০০৫ইং - বেলাইজের বেলমোপান এলাকায় সরকারের নতুন করনীতির প্রতিবাদে দাংগা ছড়িয়ে পড়ে।
  • ২০০৮ইং - কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলো ১১ সেপ্টেম্বর, ২০০১ইং - এর পর সবচেয়ে খারাপ করে শেষ হয়। এশিয়ার শেয়ার মার্কেটগুলোর সূচক ১৪% কমে যায়।

জন্ম

  • ১৯৫৬ইং - জিনা ডেভিস, একজন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং প্রাক্তন ফ্যাশন মডেল।

মৃত্যু

ছুটি এবং অন্যান্য

বহিঃসংযোগ

  1. bengali.cri.cn/1/2006/01/20/41@22404.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.